IPl 2025 মাতিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জোস বাটলার। ইংরেজদের প্রাক্তন অধিনায়ক এমনিতেই ব্যাট হাতে রয়েছেন দুরন্ত ছন্দে। ইতিমধ্যেই তিনি এবারের আইপিএলে ৫০০ রানের গণ্ডি টপকে গেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দল যখন চাপ𓂃ের মুখে পড়েছিল, তখন তিনি উইকেটে এসে শুভমন গিলের সঙ্গেই পরিস্থিতি সামাল দেন।
তবে ব্যাট হাতে শুধু নয়, ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোস বাটলার ফিল্ডিংয়ের ক্ষেত্রে দুরন্ত ছন্দ দেখাচ্ছেন। উইকেটের পিছন থেকেই বদলে দিচ্ছেন ম্যাচের রং। এদিনের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ফিল্ডিং করে নজর কাড়লেন বাটলার, যা দেখে অনেকেরই মন🍸ে পড়ে যাচ্ছে ভারতীয়🐈 কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির তরুণ সময়ের ফিল্ডিংয়ের কথা।
নো লুক রান আউটে নজর কাড়লেন বাটলার
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে এবং ভারতীয় দলের জার্সিতে বহু ম্যাচেই মহেন্দ্ꦓর সিং ধোনি নো লুক রান আউট করে থাকতেন। অর্থাৎ উইকেটের দিকে না তাকিয়েই একটা অনুমান করে নিয়ে তিনি উইকেট ভেঙে দিতেন বল দিয়ে, ব্যাটাররাও আউট ꦇহয়ে সাজঘরে ফিরত। এবার সেই একই কাজ করে দেখালেন জোস বাটলার।
দুরন্ত ফিল্ডিংয়ে নজর কাড়লেন বাটলার
এদিন মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষদিকඣে খেলতে নেমেছিলেন কর্বিন বশ। মুম্বইয়ের প্রোটিয়া তারকা ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলেই দু রান নেওয়ার চেষ্টা করছিলেন, যাতে তিনি স্ট্রাইক পান। রশিদ খান ডিপ মিড উইকেট এলাকা থেকে বল ধরেই সজোরে তা ছোঁড়েন উইকেটকিপার জোস বাটলারের দিকে।