চেন্নাইয়ের বিপক্ষে হাররে পরই কলকাতায় ফিরে কালীঘাটে মা কালীর পুজো দিতে গেলেন নাইট রাইডার্সের ক্রিকেটাররা। রবিবার রয়েছে কলকাতায় লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে♋ ম্যাচ। সেই ম্যাচের আগেই ঘুরা দাঁড়ানোর লক্ষ্যে কালীঘাটে পুজো দিতে গেলেন কলকাতা নাইট রাইডার্সে চার ক্রিকেটার রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং অনুকুল রায়।
এবারের আইপিএলের শুরুটা দুরন্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। মুলত ওপেনার সুনীল নারিনের ঝোড়ো ব্যাটিংয়ের জেরেই কলকাতা অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে। কিন্তু বরুণ চক্রবর্তী চেনা ছন্দে নেই। রিঙ্কু সিং দিল্লির বিপক্ষে ৮ বলে ২৬ রান করলেও চার ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত তাঁর ব্যাটে এসেছে মাত্র ৬৩ রান। চেন্নাইয়ের বিপক্ষে দলের প্রয়োজনের সময় বড় রান করতে পারেননি ত🧔িনি। দলও হারের মুখ দেখেছে। একটা ম্যাচে হার হতেই পারে, কিন্তু পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর কাজটাই আসল। সেই কারণেই কলকাতায় ফ🃏িরে কালীঘাটে পুজো দিতে গেলেন রিঙ্কু, বরুণরা।
অন্যান্যবা✤রও কালীঘাটে পুজো দিতে দেখা যায় নাইট রাইডার্স ক্রিকেটারদের। গতবারও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত দল নিয়েই গেছিলেন পুজো দিতে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বরাবরই এই পুজো দেওয়ার চল রয়েছে। খারাপ পারফরমেন্সের সময় অতীতেও সচিন তেন্ডুলকরসহ বহু তারকাকেই পুজো দিতে দেখা গেছে। কয়েক বছর আগে খারাপ পারফরমেনসের সময় বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন। এরপর তার ব্যাটে রান আসে। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়েন। লোকেশ রাহুলও মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন অফ ফর্ম কাটাতে। এবার তাদেরই পথে হেঁটে কালিঘাটে চৈত্র মাসের সন্ধ্যায় পুজো দিলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়াররা।
আরও পড়ুন-‘ওরা তো সবꦯ ২৫-৩০ রꦚানের প্লেয়ার’,বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নির্বাচকের
নাইট রাইডার্সের সাফল্য অনেকটাই নির্ভর করছে এই তিন ক্রিকেটারের ওপর। বল হাতে সুনীল নারিন সব থেকে ভালো পারফরমার । কিন্তু স্টার্কের অফ ফর্মে স্পিনার বরুণই হতে পারেন ট্রাম্প কার্ড। গতবার ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ইকোনমি ছিল আটের ঘরে। কিন্তু এবারে ৪ ম্যাচে অনেকটাই ♌রান দিয়েছেন। ইকোনমি ৯-এর ওপরে। চারটি ম্যাচে মাত্র চার উইকেট এসেছে তাঁর ঝুলিতে। এর মধ্যে দিল্লি ম্যাচে ছিল ৩ উইকেট। বাকি ৩ ম্যাচে মাত্র একটি উইকেট। দলের অন্যতম সেরা বোলারের এমন পারফরমেন্স নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বরুণ নিজেও একইভাবে বিরক্ত নিজের ওপর। সবরকম চেষ্টা করেও দলের জয়ের অবদান রাখতে পারছেন না বলে।
আরও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজি🐟র
আরেক ব্যাটার বেঙ্কটেশ আইয়ারও ৪ ম্যাচে করেছেন মাত্র ৬৫ রান। গতবার তিনিই করেছিলেন ৪০৪ রান। এবারে ব্যাটে রানের খরা দ্রুত কাটানোই এখন লক্ষ্য তাঁর। রবিবারের লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে 𝕴ইডেনে খেলা নাইটদের।