ব্রায়ান লারা রান পেলেও পরিচিত দাপট দেখাতে পারেননি। যদিও তার প্রয়োজনও ছিল না। ব্যাট হাতে একপ্রান্ত🅠 দিয়ে লেন্ডল সিমন্স যে রকম ঝড় তোলেন, তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম൩াস্টার্স লিগে বড় রানের ইনিংস গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ।
বাকি কাজটা সারেন রবি রামপাল। তিনি একাই ৫ উইকেট নিয়ে পালটা ব্যাট করতে নামা প্রোটিয়া দলকে মাথা তুলতে দেননি। ফলে দক্ষিণ আফ্রিকা দলকে অনায়াসে হারিয়ে ইন𒊎্টারন্য়াশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে✤র টিকিট নিশ্চিত করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।
ঝোড়ো শতরান লেন্ডল সিমন্সের
মঙ্গলবার রায়পཧুরে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো শতরান করেন লেন্ডল সিমন্স। তিনি ৫৯ বলে ১০৮ রান করে সাজঘরে ফ🃏েরেন। এমন মারকাটারি ইনিংসে সিমন্স ১৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন লারা ৩৪ বলে ২৯ রানের সতর্ক ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে চাডউইক ওয়াল্টন ১২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৬টি ছক্কা মারেন। ডোয়েন স্মিথ ৫, উইলিয়াম পারকিনস ৫ ও নরসিং দেওন🐭ারায়ণ ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পা𓂃রেননি অ্যাশলে নার্স।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৪ রানে ২টি উইকেট নেন মাখায়া এনতিনি। ১৪ রানে ২টি উইকেট নেন গার্নেট ক্রুগার। ৪৩ রানে ১টি উইকেট নেন রায়ান ম্যাকলারেন। উইকে🅷ট পা🐬ননি জ্যাক কালিস।
দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটের বি💫নিময়ে ১৭১ রানে আটকে যায়। ২৯ রানের ব্যবধানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন কালিস প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন। ৩৬ বলের ইনিংসে তিনি ৬টি চার ম𝓰ারেন। ১৬ বলে ৪৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন রিচার্ড লেভি। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
৩৪ বলে ৩৯ রান করেন জ্যাক রুডলফ। তিনি ৪টি চার মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১২ রান করেন রায়ান ম্যাকলারেন। হাশিম আমলা ৩ রান করে সাজঘরে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ রানে ৫ উইকেট দখল করেন রবি রামপাল। ১টি করে উইকেট নেন লেন্ডল সিমন্স ও সুলেম🧜ান বেন। ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রবি রামপাল।