হঠাৎ করেই ভಌারতের হয়ে টেস্ট খেলা ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সিদ্ধ⛎ান্ত ঘোষণার আগে পর্যন্ত ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তিনি। জাতীয় দল থেকে পুরোপুরি খেলা ছাড়ার সিদ্ধান্তও ঘোষণা করেন হঠাৎই। তার আগে অবশ্য দীর্ঘদিন ধরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা চলে তিনি ফের নীল জার্সিতে মাঠে ফিরবেন কিনা।
গত কয়েক বছর ধরেই ধো💦নির আইপিএল থেকে অবসর নিয়েও জোর চর্চা চলছে। তবে মরশুম শেষে মাহি সকলকে অপেক্ষায় রাখেন পরের বছরে ফিরবেন কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। যাবতীয় জল্পনার অবসꩵান ঘটিয়ে ধোনি চলতি মরশুমেও মাঠে নামছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে শনিবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ধোনির সম্ভাব্য অবসর প্রসঙ্গে।
শনিবার ঘরের মাঠ চিপকে আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটিই ধোনির আইপিএল কেরিয়ারের শ🀅েষ ম্যাচ কিনা, জোর জল্পনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আসলে শনিবার চিপকে ছেলের খেলা দেখতে হাজির ধোনির বাবা-মা।
আরও পড়ুন:- চতুর্থ ক্রিকেটার হিসেবে IPL-এ রি꧅টায়ার্ড আউট তিলক, বাকিরা কারা?
ধোনির আইপিএল ম্যাচ চলার সময় গ্যাဣলারিতে প্রায় মিয়মিতভাবে দেখা যায় স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে। তবে ধোনির বাবা-মাকে দেখা যায় না গ্যালারিতে। সঙ্গত কারণেই কেরিয়ারের শেষ বেলায় বাবা-মায়ের সামনে ধোনির খেলতে নামা বিশেষ কোনও ইঙ্গিত দিচ্ছে কিনা, সেই বিষয়ে চর্চা শুরু হয়ে যায় মুহূর্তে।
এমনটাও মনে করা হচ্ছে যে, দিল্লি ম্যাচের পরে নিতান্ত অবসর না নিলেও এই মরশুমটিই আইপিএলে ধোনির শেষ মরশুম হতে পারে। কেননা টুর্নামেন্টের মাঝপথে চেন্নাইকে বিপাকে ফেলে সরে যাওয়ার মতো কাজ ধোনি করবেন না বলেই ধারণা সমর্থকদের। তবে একই সঙ্গে মা, বাবা, স্ত্রী, কন্যা, ধোনির পরিবার🔥ের সকলের চিপকে উপস্থিতির পিছনে যে বিশেষ কোনও কারণ থাকতে পারে, সেই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাই সুপার কিংস মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে মরশুমের মাঝপথে ট্রায়ালে ডাকে। তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে দেওয়া কি ধোনির ফাঁক পূরণের জন্য? এমন প্রশ্নও উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। নাহলে এই মুহূর্তে চোটের ꦅজন্য কারও পরিবর্ত ক্রিকেটার দলে নেওয়ার প্রসঙ্গই নেই সিএসকের। ধোনি নিজে চেয়েছিলেন ঘরের মাঠ চিপকে খেলে আইপিএলকে বিদায় জানাতে। তাই দুইয়ে দুইয়ে চার হতে পারে ভেবেই আশঙ্কায় বুক কাঁপছে অনুরাগীদের।