Pakistan white-ball Team New Head Coach: পাকিস্তানের পুরুষ হোয়াইট-বল দলের প্রধান কোচের দায়িত্বে এলেন বিরাট কোহলির RCB দলের প্রাক্তন ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন। তাঁকেই নিজেদের ওডিআই ও টি২০ দলের কোচের পদে নিযুক্ত করল পাকিস্তান। নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধান কোচ এবং বর্তমানে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে যুক্তꦏ থাকা মাইক হেসন ২৬ মে, অর্থাৎ পিএসএল ২০২৫-এর সমাপ্তির পরদিন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যোগ দেবেন। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ জানায়নি, তবে ESPNcricinfo সূত্রে জানা গেছে, হেসনকে দুই বছরে🌄র জন্য নিয়োগ করা হয়েছে।
হেসন অস্থায়ী কোচ আকিব জাভেদের স্থলাভিষিক্ত হচ্ꦗছেন। যিনি পাঁচ মাস দায়িত্বে ছিলেন। তিনি গ্যারি কার্স্টেনের পরে পাকিস্তান দলের কোচের দায়িত্ব নেন, যিনি দুই বছরের চুক্তির ছয় মাসের মধ্যেই পদত্যাগ করেন। অন্যদিকে, আকিব জাভেদকে হাই পারফরম্যান্স বিভাগের ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ESPNcricinfo জানায়, তিনি নির্বাচক কমিটির পাঁচ সদস্যের একজন হিসেবে দায়িত্বে থাকবেন, যেমনটি কোচ থাকা অবস্থাতেও তিনি এই দায়িত্ব পালন করতেন✅।
আরও পড়ুন … ৭ মে অবসরের ঘোষণা করতে চেয়েছিল﷽েন বিরাট! কী কারণে সিদ্ধা🐟ন্ত পিছিয়ে দিয়েছিলেন কোহলি?
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বিখ্যাত কোচ মাইক হেসনকে পাকিস্তান পুরুষ হোয়াইট-বল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মাইক আন্তর্জাতিক অঙ্গনে সমৃদꦬ্ধ অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক দল গড়ার সাফল্য নিয়ে আস🌃ছেন। পাকিস্তানের সাদা বল ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে তাঁর নেতৃত্ব ও দক্ষতা কাজে লাগবে বলে আমরা আশাবাদী। মাইক, আমাদের দলের পক্ষ থেকে আপনাকে স্বাগত!’
চাকরির পদ খালি হওয়ার পর এপ্রিল থেকেই হেসনকে পিসিবির প্๊রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তাঁর প্রথম♎ দায়িত্ব হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ, যদি সেটি নির্ধারিত সূচি অনুযায়ী হয়।
আরও পড়ুন … ভিডিয়ো: কোহলির অবসরের সিদ্ধান্ত সঠিক, কিন্তু সময়টা 🌄ভুল… গাভাসকরের উদাহরণ টেনে বিরাটকে সিধুর পরামর্শ
৫০ বছর বয়সি হেসন ২০১২ সালে নিউজ🌃িল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ছয় বছর সফলভাবে ওই পদে ছিলেন। তাঁর অধীনে নিউজিল্যান্ড ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং ২০১৫ সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছায়, যেখানে তারা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়।
আরও পড়ুন … কামিন্স-হেꦑডরা কি IPL 2025 খেলতে ফিরবে🧸? ভারত-পাক বর্তমান পরিস্থিতির পরে ছবিটা কী?
তিনি ২০১৯ সালে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন এবং ২০২৩ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। বর্তমানে পাকিস্তানের কোনও লাল বল (টেস্ট) কোচ নেই এবং কবে এই পদে নিয়োগ দেওয়া হবে, তা এখꦬনও পরিষ্কার নয়। জেসন গিলেস্পি ছয় মাসের মাথায় পদত্যাগ করার পর আকিব জাভেদ অস্থায়ী টেস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের সিরিজে। পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ অক্টোবরেღ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ঘরের মাঠে অনুষ্ঠিত হবে।