Delhi capitals released Rishabh Pant new video: ২০২২ সালের ৩০ ডিসেম্বরের সকাল, যেই দিনটিকে কোনও ভারতীয় ক্রিকেট ভক্তই ভুলতে পারবে না। কারণ এই দিনেই ভারতীয় ক্রিকেটের তারকা ঋষভ পন্তের দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা হয়েছিল। যার ভয়াবহ ভিজ্যুয়াল দেখে সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন। সেই সময়ে নিজের শহরে ফিরছিলেন ঋষভ পন্ত। নতুন বছরের আগে নিজের মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। এর পাশাপাশি মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন পন্ত। আসলে নতুন বছর মায়ের সঙ্গে কাটাত চেয়েছিলেন তিনি। সেই পথেই তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সিসিটিভি-র ভিজ্যুয়ালে দেখা যায় যে পন্তের গাড়িটি একটি ডিভাইডারের সাথে ধাক্কা খায় এবং একাধিকবার উল্টে যায়। পরে তাঁর গাড়িটি আগুন ধরে যায়। স্থানীয়দের সহায়তায়, পন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং এই ঘটনা থেকে বাঁচতে সক্ষম হন, তবে তার অবিলম্বে চিকিৎসা সহায়তা প্রয়োজন হয়।
পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে তারকা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের কপালে দুটি কাটা, ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এছাড়াও ডান কব্জি, গোড়ালি এবং পায়ের পাতায় আঘাত পেয়েছিলেন তিনি। পিঠেও আঘাত পেয়েছিলেন তিনি। এই খবরের পরে ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল। সকলেই পন্তের জন্য প্রার্থনা করতে থাকেন। অবশেষে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ঋষভ। ৩৬৫ দিনের আগের সেই দিনের স্মৃতি আরও একবার মনে করিয়ে দিল দিল্লি ক্যাপিটলস। আজ থেকে ঠিক এক বছর আগে পন্তের সঙ্গে যেই ঘটনাটি ঘটেছিল সেটিকে তুলে ধরেছে তারা।
আসলে দিল্লি ক্যাপিটলস একটি ভিডিয়ো পোস্ট করেছে যেখানে আজ থেকে ৩৬৫ দিন আগে কী হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে। দল ও দলের ক্রিকেটাররা কতটা চিন্তায় ছিলেন সেটাই এই ৫.১৪ মিনিটের ভিডিয়োতে দেখানো হয়েছে। প্রথমেই অক্ষর প্যাটেলকে দেখানো হয়, যাঁর সঙ্গে পন্তের বন্ধুত্বটা বেশ গভীর। অক্ষর প্যাটেল জানান পন্তের গাড়ি দুর্ঘটনার খবর শোনার পরে তিনি কীভাবে পন্তের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ও সকলে কতটা চিন্তায় ছিল তাও জানান অক্ষর প্যাটেল। এরপরে একে একে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক পোড়েল, ডেভিড ওয়ার্নার নিজেদের কথা বলেন। ভিডিয়োতে পন্তের লড়াকু মেজাজকেও তুলে ধরা হয়। কীভাবে ৩৬৫ দিনের লড়াই করেছেন পন্ত সেটাও দেখানো হয়েছে। বর্তমানে এই ভিডিয়োটি বেশ ভাইরাল হচ্ছে।