ধোনির হেলিকপ্টা🧸র শট এখন ধোনির থেকেও ভালো খেলেন যাঁরা, রিয়ান পরাগ নিঃসন্দেহে তাঁদের দলে পড়বেন। শনিবার মুল্লানপুরে তার আদর্শ নমুনা পেশ করলেন রাজস্থান রয়্যালসরে তরুণ তুর্কি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ৩টি দুর্দান্ত ছক্কা হাঁকান রিয়ান। তবে ১৭.৩ ওভারে মারকো জানসেনের বলে যে শটে বলকে গ্যালারিতে পাঠান পরাগ, তা দেখে স্বয়ং ধোনিও খুশি হবেন সন্দেহ নেই।
মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর ১৮তম লিগ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন ও ꦯযশস্বী জসওয়ালের ওপেনিং জুটিতে ৮৯ রান তুলে ফেলে রাজস্থান। ১০.২ ওভারে সঞ্জু আউট হলে তিন নম্বরে ব্যাট করতে আসেন রিয়ান পরাগ। তিনি শেষমেশ ২৫ বলে ৪৩ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এমন মারকাটারি ইনিংসে রিয়ান মোট ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।
১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে (১৭.২ ও ১৭.৩ ও💃ভারে) মারকো জানসেনকে পরপর ২টি ছক্কা মারেন রিয়ান। দ্বিতীয় ছক্কাটি আসে দুর্দান্ত হেলিকপ্টার শটে। পায়ের উপর করা ফুল লেনথ ডেলিভারিতে ব্যাট ঘুরিয়ে দেন রিয়ান। বল চলে যায় ফাইনলেগ বাউন্ডারির বাইরে। পরে ১৯.২ ওভারে মার্কাস স্টইনিসের বলেও♉ ১টি ছক্কা মারেন পরাগ।
শুরুতে ব্যাট হাতে ধামাল এবং শেষে ফিল্ডিংয়ে বাওয়াল বাঁধান রিয়ান পরাগ। রিয়ানের জন্যই ম্যাচের একেবারে শেষ বলে দেখা যায় নাটক। পঞ্জাব পালটা ব💃্যাট করতে নামলে অনেক আগেই তাদের হার নিশ্চিত হয়ে যায়। শেষ ওভারে জোফ্রা আর্চার বল করতে আসেন। সেই ওভারের শেষ বলে অর্থাৎ ১৯.৬ ওভারে ফিল্ড পজিশন নিয়ে দেখা দেয় সংশয়।
নিয়ম মতো চারজন ফিল্ডারকে বৃত্তের ভিতরে থাকতে হতো। রাজস্থান অফ-সাইডে বৃত্ত𝔍ের ভিতরে তিনজন ফিল্ডারকে রেখে দেয়। লেগ সাইডে বৃত্তের ভিতরে থাকার কথা ছিল রিয়ান পরাগের। তবে রিয়ান এক্ষেত্রে বৃত্তের একটু𓄧 বাইরে দাঁড়িয়েছিলেন। ম্যাচের শেষ বলে বাউন্ডারি মারেন লকি ফার্গুসন। তবে নিয়ম মতো সেটি নো-বল হওয়ার কথা।
আম্পায়াররা রিপ্লে দেখে বলটিকে ফেয়ার ডেলিভারি ঘোষণা করেন। যদিও টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট যে, রিয়ান বৃত্তের বাইরে ছিলেন। যদি𒐪ও ডেলিভারির সময়ে রিয়ানের অবস্থান স্পষ্ট ছিল না। এটি নো-বল হলেও ম্যাচের ফলাফলে তার কোনও প্রভাব পড়ত না। তবে বাড়তি একটি বল পেলে পঞ্জাবের নেট রান-রেটে তার প্রভাব পড়তে পারত। ম্যাচের শেষ বলের এমন নাটকের পরে পঞ্জাব কোচ রিকি পন্টিংকেও দেখা যায় হাসি মুখে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতে। সম্ভবত তিনি বোঝাতে চাইছিলেন যে, এটি 🤡নো-বল হওয়া উচিত ছিল।
ম্যাচে পঞ্জাবকে শেষমেশ ৫০ রানের বড় 🌜ব্যবধানে পরাজিত করে রাজস্থান রয়্যালস। রাজস্থানের ৪ উইকেটে ২০৫ রানের জবাবে পঞ্জাব আটকে যায় ৯ উই𒉰কেটে ১৫৫ রানে।