World Test Championship Loss Revenue: ২০২♒৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আয়োজন হওয়ার কথা রয়েছে। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শীর্ষস্থানীয় দল দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হবে। প্রথমবারের মতো লর্ডস এই ফাইনালের আয়োজক হতে চলেছে, তবে ভারতের অনুপস্থিতির কারণে মের্লবোন ক্রিকেট ক্লাব (MCC) প্রায় ৪ মিলিয়ন পাউন্ড রাজস্ব হারাতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত না থাকায় লর্ডসের আর্থিক ক্ষতির শঙ্কা
দ্য টাই🌱মসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রথমে আয়োজকরা উচ্চ মূল্যে টিকিট বিক্রির পরিকল্পনা করেছিল, কারণ ভারতীয় সমর্থকদের বিপুল চাহিদা থাকবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ভারতের অনুপস্থিতির ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে MCC, যা বিশ্ব ক্রিকেটে ভারতের অর্থনৈতিক প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে।’
আরও পড়ুন … ভিডিয়ো: আমি চিৎকাꦗর করে বলব, তোমার মতো কেউ নেই… সিধুর গলায় কুংফু পান্ডিয়ার প্রশংসা, নাচলেন ভাংড়া
টানা তৃতীয়বার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার দল
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টানা তৃতীয়বারের মতো WTC ফাইনালে খে🐽লার অন্যতম ফেভারিট ছিল। তবে শেষ আট ম্যাচের ছয়টিতে পরাজয় তাদের ফাইনালের দৌড় থেকে ছিটকে দেয়। ভারত ২০২৪-২৫ মরশুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ০-৩ ব্যবধানে হেরে যায়। এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে পরাজিত হয়।
আরও পড়ুন … ভিডিয়ো: সে ঘণ্টায় ৩-৪টে ম্যাসেজ করছিল… কোন ক্রিক🍬েটারকে নিয়ে এমন দাবি করলেন মহিলꦛা?
টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত
প্রতিবেদনে আরও বলা হয়, ‘ভারত ফা💃ইনালে খেলবে ধরে নিয়েই লর্ডস উচ্চমূল্যে টিকিট নির্ধারণ করেছিল, কারণ ধারণা করা হয়েছিল ভারতীয় সমর্থকদের চাহিদা প্রচুর থাকবে। কিন্তু ভারত ফাইনালে না থাকায় MCC টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। MCC-র মূল লক্ষ্য হল কম দামে টিকিট বিক্রির মাধ্যমে স্টেডিয়াম পূর্ণ করা।’
আরও পড়ুন … IPL 2025𝕴-এ তামাক ও মদ্যপানের বিজ্ঞাপন নিষিদ্ধ! কেন্দ্র𒐪ীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান
টিকিটের দাম কমেছে ৫০ পাউন্ড
গত বছর লর্ডস স্টেডিয়ামে উচ্চ মূল্যের টিকিটের জন্য সমালোচিত হয়েছিল MCC। তাই তারা এবার টিকিটের মূল্য পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন মূল্যে টি༒কিট ৪০ পাউন্ড থেকে ৯০ পাউন্ডের মধ্যে রাখা হয়েছে, যা আগের দামের তুলনায় প্রায় ৫০ পাউন্ড কম। যেসব MCC সদস্য দাম বেশি দিয়ে টিকিট কিনেছিলেন, তারা পার্থক্যমূল্য ফেরত পেয়েছেন। লর্ডসে ভারতের আরেকটি ম্যাচ আয়োজন করা হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনালের পর, লর্ডসে ১০ জুলাই থেকে ১৪ জুলাই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি আয়োজন করা হবে।