India tour of England Team India Captain: ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে টেস্ট নেতৃত্ব নিয়ে ধোঁ🅰য়াশা তৈরি হয়েছে। ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? রোহিত না গিল? নাকি অন্য কেউ? এই প্রশ্ন নিয়েই জটিলতা তৈরি হয়েছে। আসলে যখন আইপিএল ২০২৫ তার শেষ পর্বে পা রাখছে, তখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আগামী জুনে ইংল্যান্ড সফরের জন্য নেতৃত্বের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। যদিও শোনা যাচ্ছে যে রোহিত শর্মা তাঁর টেস্ট নেতৃত্ব ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে একটি প্রতিবেদনে উঠে এসেছে যে বোর্ডের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও চূড়ান্ত ন🏅িশ্চয়তা দেওয়া হয়নি। বরং অনেকেই মনে করছেন, এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটাই হতে পারে দীর্ঘ ফরম্যাটে নেতৃত্বে বদলের সূচনা।
অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পারফরম্যান্স ও অবসরের গু♏ঞ্জনের মাঝেও রোহিত কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবে অনেকের মতে, ইংল্যান্ড সিরিজই তাঁর শেষ টেস্ট সিরিজ হতে পারে। যদিও ৩৮ বছর বয়সি রোহিত এখনও তাঁর পরিকল্পনা চূড়ান্ত করেননি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কত্ব করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনও তিনি সেই ভূমিকার জন্য নিশ্চিতভাবে নির্বাচিত হননি।
আরও পড়ুন … ♏মোহনবাগান এসজি-র ওপর FIFA-র N🀅ational Transfer Ban! ঘটনাটি কামিন্সের সঙ্গে যুক্ত, জেনে নিন পুরো বিষয়
গিলকে দেখা যেতে পারে সহ-অধিনায়কের ভূমিকায়
টাইমস অফ ইন্ডিয়🦄ার এক প্রতিবেদনে বলা হয়েছে, BCCI ইংল্যান্ড সফরের জন্য শুভমন গিলকে সহ-অধিনায়ক করতে পারে। গিল ইতিমধ্যেই T20 ও ODI দলে ꦬসহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। তবে আরেক সিনিয়র ক্রিকেটারও সাময়িকভাবে নেতৃত্বের ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু বোর্ড, নির্বাচক ও কোচেরা শুধুমাত্র দীর্ঘমেয়াদি সমাধানের দিকেই নজর দিতে আগ্রহী।
আরও পড়ুন … গাভাসকর ‘মূর্খ’! পহেলগাঁও হামলার পরে Asia Cup নিয়ে সানির বক্তব্যের সমালোচনায় মিয়াঁদাদ সহ পাক প্𓃲রাক্তনীরা
প্রতিবেদন অনুযায়ী, প্রধান কোচ গৌতম গম্ভীরও কোনও সাময়িক সিদ্ধান্তে আগ্রহী নন। তিনি চান এমন এক দল, যারা দ🧔ীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলে যেতে পারে। এক বোর্ড সূত্র জানিয়েছে, ‘নতুꦑন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্র শুরু হতে চলেছে। দলের ভবিষ্যৎ এবং ধারাবাহিকতা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। ইংল্যান্ড সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনও অস্থায়ী সমাধান চলবে না। গত দুই টেস্ট সিরিজ দলের পক্ষে ভালো যায়নি।’
আরও পড়ুন … মোহনবাগানের আঁতুড়ঘর আজ যেন ধ্বংসস্তূপ! শ্যামবাজারের সেন বাড়ির ধ্বংসে হারাতে বসেছে൩ শতাব্দীর ঐতিহ্য
তবে গিলের ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে
শুভমন গিল যদিও চেতেশ্বর পুজারার ফাঁকা করা ৩ নম্বর জায়গাটি দখল করেছেন, তাঁর ব্যাটিং পারফরম্যান্স এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয়। গিলের কে🏅রিয়ারে টেস্টে মোট ১৮৯৩ রান থাকলেও, তার মধ্যে মাত্র ৬৪৯ রান এসেছে দেশের বাইরে। এই কারণেই ইংল্যান্ড সফর গিলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। শুধু ব্যাট হাতে নয়, বরং সম্ভাব্য নেতৃত্বের দাবিদার হিসেবেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন শুভমন গিল।