মহম্মদ সিরাজকে আইপিএল ২০২৫ মরশুমের আগে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আরসিবি ছাড়ার পরেই যেন বদলে গিয়েছেন সিরাজ। তিনি এবারের আইপিএল খেলছেন গুজরাট টাইটান্সের জার্সিতে। আর নতুন দলের হয়ে একেবারে বিধ্বংসী মনে হচ্ছে সিরাজকে। যদিও দলের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে উইকেট পাননি। তবে এর পর মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি এবং রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একেবারে ဣআগুনে মেজাজে পাওয়া যায় সিরাজকে। পাওয়ার প্লে-তে তিনি বিধ্বংসী মেজাজে বোলিং করছেন। এদিন হায়দরাবাদের দুই বিস্ফোরক ব্যাটসম্যান ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মাকে পাওয়ার প্লে-র মধ্যেই সাজঘরে ফিরিয়েছেন সিরাজ। এর পাশাপাশি আইপিএলে সেঞ্চুরি করে ফেলেছেন সিরাজ।
সিরাজের সেঞ্চুরি
সিরাজ ব্যাট হাতে নয়, উইকেট ♒নিয়ে সেঞ্চুরি করেছেন। আইপিএলের ইতিহাসে ২৬তম বোলার এবং ১২তম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করেছেন সিরাজ। তাও নিজের শহরের খেলতে নেমে। সানরাইজার্সকে সমর্থন করলেও, হায়দরাবাদের ভক্তরা কিন্তু সিরাজের জন্যও গলা ফাটিয়েছেন এদিন। এছাড়াও সিরাজ এদিন ফিরিয়েছেন অনিকেত বর্মা এবং সিমরজিৎ সিং-কেও। এই নিয়ে আইপিএলে মোট ১০২টি উইকেট🍒 হল সিরাজের।
ট্র্যাভিস হেডকে প্রথম ওভারেই ফেরান সিরাজ
সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্র্যাভিস হেডের দℱুর্দান্ত উইকেট নিয়ে এদিন স্পেল শুরু করেন সিরাজ। সিরাজের ডেলিভারিতে হেড ৫ বলে ৮ রান করে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। আর ট্র্যাভিস হেডকে প্রথম ওভারে আউট করার পর থেকেই সিরাজকে নিয়ে নানা চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেন ওডিআই বিশ্বকাপ ফাইনালে সিরাজকে নতুন বল দেননি রোহিত শর্মা, তা নিয়ে প্রশ্নবাণ নেটপাড়ায়। আসলে ট্র্যাভিস হেড ওপেন করতে নেমে একা দায়িত্ব নিয়ে ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। সেই যন্ত্রণার স্মৃতি এখনও ভুলতে পারেননি ভারতের ক্রিকেট ভক্তরা। সিরাজের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়েও চলছে চর্চা।
পাওয়ার প্লে-র সুপারহিরো
সিরাজ পাওয়ার প্লে-তে সবচেয়ে কার্যকরী হয়ে উঠেছেন। ২০২২ আইপিএল থেকে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার𝔉দের তালিকায় তাঁর নাম তৃতীয় স্থানে রয়েছে। পাওয়ার প্লে-তে তিনি মোট ২৪টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং দক্ষতা প্রতিপক্ষ দলের জন্য বিশেষ করে পাওয়ার প্লে-তে সমস্যা হয়ে দাঁড়ায়। এই মরশুমে তিনি দুরন্ত ছন্দে রয়েছেন এবং পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠেছেন। এই মরশুমে পাওয়ার প্লে-তে সিরাজ ৬ উইকেট নিয়ে ফেলেছেন।
আইপিএলে সিরাজের সেরা বোলিং পরিসংখ্যান
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সিরাজ ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এটা সিরাজের আইপিএলে সেরা বোলিং পরিসংখ্যানের নজির। ২০২৫ আইপিএলে সিরাজ এখনও পর্য𝔍ন্ত ৯টি উইকেট নিয়েছেন।
সিরাজের বিস্ময়কর প্রত্যাবর্তন
অস্ট্রেলিয়ায় সফরে খারাপ পারফরম্যান্সের কারণে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন মহম্মদ সিরাজ। তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি সিরাজকে। তবে ২০২৫ সালের আইপিএল খেলতে নেমে তিনি বিস্ময়কর পারফরম্যান্স করছেন। নতুন এবং পুরানো- উভয় বলেই তিনি স🃏াফল্য পাচ্ছেন। এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে, গুজরাট টাইটান্স তাঁর জন্য যে ১২.২৫ কোটি টাকা খরচ করেছে, সেটি সঠিক সিদ্ধান্ত ছিল বলেই মনে হচ্ছে।