বোলিং নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। যে থেকে ভারতীয় দলে কামব্যাক করেছেন, টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন বরুণ চক্রবর্তী। মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেও একজোড়া উইকেট তুলে নেন বরুণ। তবে ম্যাচের শেষে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রশংসা করলেন বরুণের অন্য একটি তাগিদের।
শুরুর দিকে জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বরুণের প্রধান অন্তরায় ছিল ফিটনেস। যে কারণে তাঁর ফিল্ডিং নিয়েও প্রশ্ন উঠত। বরুণের ব্যাটের হাতে বিশেষ ভালো নয়। তবে ভারতের ব্যাটিং লাইনআপের দিকে তাকালে এটা বলতেই হয় যে, বরুণের ব্যাটিং করার সুযোগ খুব বেশি হবে না। তাই নিজের ব্যাটিংয়ের উন্নতিতে আপাতত মরিয়া হওয়ার প্রয়োজন নেই চক্রবর্তীর। তবে ফিল্ডিং এমন একটি বিষয়, যেখানে বরুণের উন্নতির অবকাশ রয়েছে।
আধুনিক ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। ভারতীয় ক্রিকেট দলের সার্বিক ফিল্ডিংয়ের মানও আগের থেকে অনেক উন্নত হয়েছে। তাই ফস্কা গেরো হয়ে থাকতে চান না নাইট তারকা। সেই কারণেই নিজের ফিল্ডিংয়ে উন্নতি করতে ভারতের বোলিং কোচ টি দিলীপের সঙ্গে বিস্তর পরিশ্রম করছেন বরুণ- এমনটা জানিয়ে গেলেন ক্যাপ্টেন সূর্যকুমার।
বরুণের ফিল্ডিং প্রসঙ্গে সূর্যকুমার বলেন, ‘ও (বরুণ) আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপ স্যারের সঙ্গে নিরন্তর পরিশ্রম করে। অনুশীলনে যখনই সুযোগ পায়, ফিল্ডিংয়ে ঘাম ঝরায় ও। দেখে ভালো লাগছে যে, ও নিজেই জানায় আজ আউটফিল্ডে ফিল্ডিং করতে চায়। ফলটা আপনারা দেখলেন।’
সূর্যকুমার আরও বলেন, ‘ওর বোলিং নিয়ে আমি বরাবর বলি যে, ও প্রক্রিয়ায় বিশ্বাস করে। নেটে বিস্তর পরিশ্রম করে। সব সময় নতুন কিছু শিখতে চায়।’
দুরন্ত রেকর্ড বরুণ চক্রবর্তীর
উল্লেখ্য, বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে সাকুল্যে ১৪টি উইকেট দখল করেন। একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার সর্বকালীন রেকর্ড গড়েন তিনি। যদিও আগের রেকর্ড ছিল বরুণ চক্রবর্তীর নামেই। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত সিরিজের চার ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১২টি উইকেট দখল করেন।
বরুণ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি ৩৮ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে বরুণ ২৪ রান খরচ করে ৫টি উইকেট সংগ্রহ করেন। পুণের চতুর্থ টি-২০ ম্যাচে বরুণ ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। এবার মুম্বইয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে বরুণ ২৫ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন।