ইফতিখার আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে বল ছোড়ার (চাকিং) অভিযোগ তোলেন কলিন মুনরো, যা ম্যাচের ক্রিকেটীয় আকর্ষণকে অনেকটাই ছাপিয়ে যায়, কারণ এরপরে মাঠে নামেন মহম্মদ রিজওয়ান।
ইফতিখারের বিরুদ্ধে চাকিং-এর অভিযোগ তুললেন মুনরো, রেগে লাল রিজওয়ান (ছবি- এক্স)
পাকিস্তান সুপার লিগ ২০২৫-এ মঙ্গলবার রাতে মুলতানে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচে উত্তেজনাপূর্ণ এক মুহূর্ত দেখা গিয়েছে। আসলে ম্যাচের মুহূর্তে ইফতিখার আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে বল ছোড়ার (চাকিং) অভিযোগ তোলেন কলিন মুনরো, যা ম্যাচের ক্রিকেটীয় আকর্ষণকে অনেকটাই ছাপিয়ে যায়, কারণ এরপরে মাঠে নামেন মহম্মদ রিজওয়ান।
ঘটনাটি ঘটে ইসলামাবাদের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করার সময়। এটি ঘটে ইনিংসের দশম ওভারে। কলিন মুনরোর পায়ের কাছে ইয়র্কার বল করার চেষ্টা করছিলেন ইফতিখার আহমেদ। তখন নিউজিল্যান্ড ব্যাটসম্যানটি বলটি ভালোভাবে খেলে রক্ষা করলেও, হঠাৎই বেশ উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। মুনরো দেখান বল করার সময় ইফতিখার তার কনুই অস্বাভাবিকভাবে বাঁকিয়েছেন। এমন ইঙ্গিত করে বারবার আম্পায়ার ও ইফতিখারকে দেখাতে থাকেন মুনরো। এটি সরাসরি ‘চাকিং’-এর অভিযোগ।
মুনরো তার অঙ্গভঙ্গিতে বাঁকা কনুইয়ের নকল বল করার ভঙ্গিমা করেন, যা সম্প্রচারে স্পষ্টভাবে দেখা যায়।দেখু সেই ভিডিয়ো-
এই অভিযোগ ভালোভাবে নেননি ইফতিখার। তিনি সোজা আম্পায়ারের কাছে গিয়ে পরিস্থিতি ব্যাখ্যা চান এবং সম্ভবত মুনরোর অঙ্গভঙ্গির প্রতিবাদ জানান। আম্পায়াররা দ্রুত হস্তক্ষেপ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে বিষয়টি কেবল এই দুই খেলোয়াড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এরপরে মুলতান সুলতানসের আরও কয়েকজন খেলোয়াড় ইফতিখারের পাশে এসে মুনরোর আচরণের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন।
পাকিস্তান অধিনায়ক ও মুলতান সুলতানসের স্কিপার মহম্মদ রিজওয়ানও এরপর ঝামেলায় জড়িয়ে পড়েন। পিএসএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে তাকে মুনরোর সঙ্গে উত্তেজিত কথা বলতে দেখা যায়। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং মুনরোর আচরণ ও তার প্রভাব নিয়ে ভক্তদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা দেয়।
এই ঘটনাটি ঘটে যখন মুনরো ২৩ বলে ৪০ রান করে ব্যাটিং করছিলেন এবং দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। পরে তিনি ২৮ বলে ৪৫ রান করে আউট হন মুনরো। তিনি ইফতিখার আহমেদের হাতেই ধরা পড়েন। যদিও ইফতিখার সেই ম্যাচে ২ ওভার বল করে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।