চেন্নাই সুপার কিংসের অনুশীলনে রবীন্দ্র জাদেজা এন একটি কাজ করলে যার ভিডিয়ো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। চলতি আইপিএল-এ প্রশিক্ষণের সময় আইপিএল ২০২৩ ফাইনালের স্মৃতি মনে করালেন জাড্ডু। আসলে ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ফাইনাল ম্যাচে বিজয়ী শটটি মেরেছিলেন রবীন্দ্র জাদেজা।
Ravindra Jadeja Recreates IPL 2023 Final Iconic Moment: চেন্নাই সুপার কিংসের অনুশীলনে রবীন্দ্র জাদেজা এন একটি কাজ করলে যার ভিডিয়ো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। চলতি আইপিএল-এ প্রশিক্ষণের সময় আইপিএল ২০২৩ ফাইনালের স্মৃতি মনে করালেন জাড্ডু। আসলে ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ফাইনাল ম্যাচে বিজয়ী শটটি মেরেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই উইনিংস শটটির পুনরায় তৈরি করলেন রবীন্দ্র জাদেজা। মজার বিষয় হল নিন্দুকেরা বলছেন এই মাঠেই তো ২০২৩ বিশ্বকাপে হেরেছিল ভারতীয় দল, সেটা কি ভুলে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।
চেন্নাই সুপার কিংস দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা গুজরাট টাইটানসকে ২০২৩ সালের আইপিএল ফাইনালের কথা মনে করিয়ে দিলেন। রিপোর্টটি পড়ার আগে মনে করিয়ে দেওয়া যাক যে, আইপিএল ২০২৩ ফাইনালে চেন্নাই সুপার কিংস দল শেষ বলে গুজরাটকে পরাজিত করেছিল। শিরোপা লড়াইয়ের শেষ বলে চেন্নাই দলের হয়ে উইনিংস শটটি মেরেছিলেন রবীন্দ্র জাদেজা। একই মাটিতে, স্যার জাদেজা আবার ২০২৩ সালের মতো জয় সেলিব্রেশন করলেন। এছাড়াও ভিডিয়োতে তিনি ২০২৩ সালে অলরাউন্ডার শিরোপা জয়ের কথাও বলেছেন।
গত বছরের আইপিএল ফাইনালে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিং। একটি বিনোদন ম্যাচে সেই বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে হারিয়েছিল সিএসকে। শুক্রবার আইপিএল ২০২৪-এর ৫৯তম ম্যাচে আবার সেই একই মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে নামার আগে ২০২৩ সালের সেই স্মৃতিকে মনে করালেন রবীন্দ্র জাদেজা। ২০২৩ সালের আইপিএল ফাইনালের শেষ বলে জয়ের জন্য চার রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। সেই সময় গুজরাট টাইটানসের হয়ে বল করছিলেন মোহিত শর্মা। ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মাঠ জুড়ে ছুটে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপরে ডাগআউটে বসে থাকা এমএস ধোনি তাঁকে নিজের কোলে তুলে নিয়েছিলেন।
শুক্রবার শুভমন গিল অ্যান্ড কোং-এর বিরুদ্ধে লড়াইয়ের নামার আগে প্রশিক্ষণের সময়, জাদেজা ভক্তদের কাছে ২০২৩ সালের ফাইনাল ম্যাচের সেই মুহূর্তটিকে তুলে ধরেন। অনেকেই মনে করছেন এই ভাবে রবীন্দ্র জাদেজা বোঝাতে চেয়েছেন যে, এদিনের ম্যাচেও তারা জিতবেন। এবং ২০২৩ সালের ফাইনালের মতোই গুজরাট টাইটানসকে হারাবেন।
শুক্রবার সিএসকে দল গুজরাটের মুখোমুখি হতে চলেছে, এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। আমদাবাদের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে চেন্নাই দলের ফোকাস থাকবে শুধু জয়ের দিকে। চেন্নাই যদি এদিন হেরে যায় তাহলে প্লে অফের অঙ্ক কিছুটা জটিল হয়ে যেতে পারে। অন্যদিকে, গুজরাট দল বর্তমানে পয়েন্ট টেবিলের ১০ স্থানে রয়েছে, যেখানে এই দলটি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে। যার মধ্যে দলটি হেরেছে ৭টি এবং জিতেছে ৪টি ম্যাচে। এর আগে, হার্দিকের অধিনায়কত্বে, জিটি দল টানা দুবার ফাইনাল খেলেছিল এবং এর মধ্যে একবার তারা শিরোপাও জিতেছিল।