বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের খেলতে নেমেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। তবে এই সিরিজে নেই একাধিক সিনিয়র ক্রিকেটার। নেই হার্দিকও। কারণ বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে মাঝপথে টুর্নামেন্ট ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে এই সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার 'মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী' সূর্যকুমার যাদবের কাঁধে। কাপ যুদ্ধের পর প্রথম সিরিজ দুর্দান্তভাবে শুরু করলো ভারত।
এক হাড্ডাহাড্ডি 'হাই স্কোরিং' ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। সৌজন্যে সূর্যকুমার যাদবের মারকুটে ইনিংস। ইশান কিষানও উপহার দেন একটি দাপুটে ইনিংস। দুর্দান্ত ইনিংস খেলা সূর্যকুমার যাদবকে ম্যাচের সেরা ক্রিকেটার করা হয়। তখন তিনি জানান, রান তাড়া করতে নেমে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্বটা ড্রেসিংরুমেই ছেড়ে এসেছিলেন এবং ক্রিজে থাকাকালীন নিজের ব্যাটিং উপভোগ করছিলেন।
বৃহস্পতিবার বিশাখাপত্তনামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বে। জোশ ইংলিস ও স্টিভ স্মিথের দাপুটে ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শেষ করে ২০৮ রানে। এরপর রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সৌজন্যে সূর্যকুমার যাদব ও ইশান কিষানের দ্রুত গতির অর্ধশতরানের ইনিংস। ৪২ বল খেলে ৮০ রান করেন সূর্যকুমার যাদব এবং তিনিই হন ম্যাচের সেরা। অন্যদিকে, ৩৯ বল খেলে ৫৮ রান করেন ইশান কিষান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার এই সিরিজের অধিনায়ক দাবি করেন, তিনি নিজের অধিনায়কত্বের দায়িত্বটা ড্রেসিংরুমেই ছেড়ে এসেছিলেন এবং নিজের খেলা নিজেই উপভোগ করছিলেন। তিনি বলেন, 'এর আগে বহুবার আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। এটা নতুন কিছু নয়। আমি ইশানকে বোঝাচ্ছিলাম চাপ না নিয়ে খেলতে। আমি নিজের অধিনায়কত্বের দায়িত্ব ড্রেসিংরুমেই ফেলে এসেছিলাম। ক্রিজে নেমে নিজের মতো করে খেলছিলাম। সত্যি বলতে নিজের ব্যাটিংয়ের আনন্দ নিজেই নিচ্ছিলাম।'
পাশাপাশি, এদিন দলের বাকি ক্রিকেটারদেরও প্রশংসা করেন সূর্য। তিনি বলেন, 'আমি সত্যি খুশি আজকের ম্যাচের ফল নিয়ে। চাপের মুখে ও আমাদের দলের ক্রিকেটাররা সবাই ভালো পারফর্ম করেছে। যেভাবে ওরা খেলছিল আমি ভেবেছিলাম ২৩০ থেকে ২৩৫ রান ওরা করবে। কিন্তু আমাদের বোলাররা তার নিচে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে সফল হয়েছে। এছাড়া ইশান খুব ভালো ব্যাটিং করেছে, রিঙ্কুও সেই কাজটা করে দেখিয়েছে যেটা আমরা ওর থেকে চেয়েছিলাম। এছাড়াও জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়াটা সত্যিই একটা গর্বের ব্যাপার এবং এটি আমার কাছে একটি বড় মুহূর্তও। এখানে উপস্থিত সমস্ত দর্শক আমাদের প্রথম থেকে শেষ অবধি সমর্থন করেছে এবং এরম আবহাওয়ায় খেলা সত্যিই একটা দুর্দান্ত অভিজ্ঞতা দিয়েছে।'
উল্লেখ্য, এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে হিরুবানান্থপুরোমে। ইতিমধ্যে ১-০তে এগিয়ে যাওয়া একটা আলাদা শক্তি জোগাবে টিম ইন্ডিয়াকে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার দেখার বিষয় এই দাপুটে ক্রিকেট আগামী ম্যাচ গুলিতে অব্যাহত রাখতে পারে কিনা সূর্যকুমার যাদব বাহিনী।