শুভমন গিল কি শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে চেন্নাই থেকে বুধবারই শুভমন কিন্তু আমদাবাদ পৌঁছে গিয়েছে। ভারতীয় দল আমদাবাদে পৌঁছানোর একদিন আগেই। আর শুভমন গিল আমদাবাদে পৌঁছে যাওযায়, ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখন আশাবাদী। পড়শি দেশের বিরুদ্ধে ভারতীয় ওপেনারের খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য শুভমন মাঠে নামতে পারেন কিনা, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য আরও সুখবর, নেটে অনুশীলন করতেও দেখা গিয়েছে শুভমনকে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নেটে প্রায় ঘণ্টা খানেক অনুশীলন করতে দেখা গিয়েছে তরুণ ওপেনারকে। ক্রিকেট নেক্সটের তরফে এদিন সকালে দাবি করা হয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ২২ গজের বাইরে থাকার পর, অবশেষে গিল আবার প্রশিক্ষণ শুরু করেছেন।
স্থানীয় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) কর্মকর্তারা জানিয়েছেন যে, গিল সকাল ১১টার দিকে মাঠে নেমে পড়েন এবং প্রায় এক ঘণ্টা ধরে নেটে ব্যাট করেন। কিছু থ্রো-ডাউন বিশেষজ্ঞ ভারতীয় ওপেনারের সঙ্গে ছিলেন এবং ব্যাট দিয়ে হালকা নকিং নয়, তিনি একের পর এক বল সজোরে মেরে চলেছিলেন।
জিসিএ-র এক কর্তা বলেছেন, ‘শুভমন গিল সকালে এখানে ছিলেন এবং তিনি প্রায় এক ঘন্টা ব্যাট করেছেন। তিনি যখন ব্যাটিং করছিলেন, তখন খুব বেশি লোক আশেপাশে ছিল না।’ ভেন্যুতে থাকা গ্রাউন্ড-স্টাফকে শুধুমাত্র সকালে শুভমন গিলের আগমন সম্পর্কে জানানো হয়েছিল এবং ডান-হাতি ব্যাটসম্যানের জন্য সবচেয়ে কর্নারের নেটের উইকেট প্রস্তুত করা রাখা হয়েছিল।
আরও পড়ুন: আপনি কি খেলবেন? আমদাবাদে নামতেই মাস্ক পরা শুভমনের দিকে ধেয়ে এল প্রশ্ন
একজন কিউরেটর বলেছেন, ‘আমাদের সকালে শুভমন যে আসবেন, সেই সম্পর্কে জানানো হয়েছিল। এবং আমরা শুভমান গিলের জন্য নেট প্রস্তুত করেছিলাম। তিনি যখন ব্যাটিং করছিলেন তখন আমরা সেখানে ছিলাম না, কিন্তু ব্যাটের শব্দ শুনতে পাচ্ছিলাম।’
গিল যে নেটে ব্যাট করেছিলেন, সেটাই একমাত্র ঢাকা ছিল না। বাকিগুলো ঢাকা ছিল। ট্রেনিং এলাকার গেটের কাছে থাকা কয়েক জন নিরাপত্তারক্ষী গিলকে নেটের মধ্যে ঢুকতে দেখেছেন এবং নেটে থাকাকালীন তাঁর ব্যাটের শব্দও শুনতে পেয়েছেন। একটা সময় মনে হচ্ছিল, বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। অনেকে তো বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছিলেন। কিন্তু ডেঙ্গি থেকে সেরে উঠে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন শুভমন। নেটে অনুশীলনও করেছেন।
বুধবার বাণিজ্যিক বিমানে করে চেন্নাই থেকে আমদাবাদ পৌঁছন শুভমন।আসলে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটি আবার শুভমনেরই নিজের শহর আমদাবাদে। সেখানে শুভমনের রেকর্ডও যথেষ্ট ভাল। এক দিনের ক্রিকেটে একটি দ্বিশতরান রয়েছে। ফলে সেই মাঠে যেমন তিনি নিজে খেলতে মুখিয়ে রয়েছেন, তেমনই তাঁকে খেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে ভারতের টিম ম্যানেজমেন্ট। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে, ভারতের হয়ে প্রথম দু'টি ম্যাচে নামতে পারেননি ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। তার মাঝেই প্লেটলেট কমে যাওয়ায় সোমবার হটাৎ-ই চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শুভমনকে। কিন্তু মঙ্গলবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আর বুধবারই তিনি চেন্নাই থেকে সরাসরি আমদাবাদে উড়ে আসেন।