হিমালয়ের কোলে ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। একদিনের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারানোর স্বাদ পেলেন ডাচরা। আজ ৩৮ রানে জিতলেন। আর যে দক্ষিণ আফ্রিকাকে সেই স্বপ্নপূরণ করলেন ডাচরা, সেই প্রোটিয়াদের পাক্কা এক বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে দিয়েছিলেন। শুধু হারিয়ে দেননি, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিলেন। এবার আপাতত সেরকম কিছু হচ্ছে না। তবে নেদারল্যান্ডসের জয়ে সুবিধা হল ভারত এবং নিউজিল্যান্ডের। বিশ্বকাপের প্রথম পয়েন্ট তালিকার প্রথম দুটি জায়গা ধরে রাখল।
এমনিতে মঙ্গলবার বৃষ্টির জেরে ধরমশালায় অনেকটা দেরিতে শুরু হয় ম্যাচ। ৪৩ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বল করতে নেমে শুরুটা ভালো করেন প্রোটিয়ারা। সপ্তম ওভারের প্রথম বলে উইকেট তুলে নেন। সেইসময় ডাচদের স্কোর ছিল এক উইকেটে ২২ রান। তারপর পরপর উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। কোনও জুটি গড়ে উঠছিল না। ২০.২ ওভারে ৮২ রানে পাঁচ উইকেট পড়ে যায়। ২৭ ওভারে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ১২৭ রান। ১৪০ রানের মাথায় সপ্তম উইকেট পড়ে যায়।
তারপরই নিজেদের মানসিক দৃঢ়তার পরিচয় দেন ডাচরা। প্রবল চাপের মুখে দুর্দান্ত খেলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অষ্টম উইকেটের জুটিতে ৬৪ রান যুক্ত করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষপর্যন্ত ৬৯ বলে অপরাজিত ৭৮ রান করেন। আর ১০ নম্বরে নেমে নয় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। কিছুটা সাহায্য করে প্রোটিয়াদের বাজে বোলিংও। শেষের দিকে একেবারে রক্ষণাত্মক ছন্দে বল করতে থাকেন। অতিরিক্ত দেন ৩২ রান। যা নেদারল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আর সবমিলিয়ে নির্ধারিত ৪৩ ওভারে আট উইকেটে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস।
তারপরও অবশ্য দক্ষিণ আফ্রিকার মতো দলের কাছে সেই রানটা বড় কোনও বিষয় ছিল না। বিশেষত এবারের বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে যেভাবে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছেন প্রোটিয়ারা, তাতে তাঁদের পক্ষেই বাজি ধরে ক্রিকেট মহল। শুরুটাও সেভাবে করেছিল দক্ষিণ আফ্রিকা। ছয় ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল বিনা উইকেটে ৩১ রান। ছন্দেই ছিলেন কুইন্টন ডি'কক এবং তেম্বা বাভুমা।
আরও পড়ুন: ICC CWC SA vs NED: ৮ রানে ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা! ফের বিশ্বকাপে বধ করবেন ডাচরা?
কিন্তু অষ্টম ওভারের শেষ বল থেকে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ২১ রানের মধ্যে আট রানে চার উইকেট পড়ে যায়। তাতেই প্রবল চাপ তৈরি হয়ে যায় প্রোটিয়াদের উপর। সেখান থেকে আর তাঁরা ফিরতে পারেননি। একমাত্র ডেভিড মিলার ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। কিন্তু ৪৩ রানের বেশি করতে পারেননি। তাও একবার তাঁর সহজ ক্যাচ ফেলে দেয় নেদারল্যান্ডস। তারপরও প্রোটিয়াদের লজ্জা রুখতে পারেননি। শেষপর্যন্ত ৪২.৫ ওভারে ২০৭ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।