শুভব্রত মুখার্জি: বর্তমান ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা তরুণ ব্যাটার শুভমন গিল। চলতি বিশ্বকাপের প্রথম দিকের ভারতের দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। ডেঙ্গি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। চেন্নাইয়ের হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এরপর পাকিস্তান ম্যাচে ফিরে আসেন ভারতীয় একাদশে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরানও করেছেন তিনি। তবে তাঁর স্বাভাবিক ছন্দ যেন এখনও তিনি ফিরে পাননি। ভারতকে তাদের ক্রিকেট ইতিহাসে তৃতীয় শিরোপা জিততে হলে ব্যাট হাতে গিলের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ হবে তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিশেষজ্ঞরা। গিল নিজেও যে ২২ গজে রান করতে কতটা মরিয়া থাকেন তা সাম্প্রতিক সময়ে তাঁর একটি কমেন্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি । তার প্রথম আন্তর্জাতিক শতরান করতে যে তিনি মরিয়া ছিলেন তা স্পষ্ট করে দিয়েছেন শুভমন গিল।
জিকিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর চোটের সময়ে কী রকম অভিজ্ঞতা ছিল। গিলের ভাষায়, ‘আমি সেই সময়ে বসে বসে ভাবতাম কখন সময় আসবে যখন আমি বড় রান করতে পারব! আমার মনে হয়েছিল আমার যেটা দরকার তা হল একটা ইনিংসে ভালো শুরু করা। আমি জানতাম সেটা হলেই আমি বড় রান পাব। আমার যখন রিহ্যাব পিরিয়ড চলছিল তখন আমি আমার প্রথম আন্তর্জাতিক শতরান পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছিলাম। হয়তো ওই সময়ে আমি খুব বেশিই চেষ্টা করছিলাম। আমি বসে বসে নিজেকে বলতাম যে তুমি যথেষ্ট সুযোগ পেয়েছ। অনেক ইনিংস খেলেছ। অস্ট্রেলিয়া তে একবার সুযোগ হারিয়েছ। আবার নিশ্চয় তুমি সেই সুযোগ হারাতে চাইবে না। সেই সময়েই আমি বুঝতে পারি যে আমি নিজের উপর অযথা চাপ তৈরি করছি।’
আইপিএলের শেষ মরশুমেও দারুণ ব্যাট করেছেন গিল। ১৭ ম্যাচে করেছেন ৮৯০ রান। এই প্রসঙ্গে ভারতীয় ওপেনার জানান, ‘আমরা আইপিএলের শিরোপা প্রথম বছরেই জিতি। আমিও ভালো পারফরম্যান্স করি। এরপরেই আমি ভারতীয় ওয়ানডে দলে অনেক বেশি সুযোগ পেতে শুরু করি। আমার প্রথম ছটা ম্যাচ বেশ ভালো কাটে। আমি জিম্বাবোয়েতে প্রথম শতরান করার পরে নিজের উপর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠি। আমি বুঝতে পেরেছিলাম আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে।’