প্রতিদিন ৫ থেকে ১০ করে জনসভা করেন। ফলে তাতে প্রায় ১ থেকে ২ লক্ষ দৈনিক খরচ। ফলে এতো পরিমাণ অর্থের জন্য জন সাধারণের ওপরেই তাঁর ভরসা। তিনি জানান, অনলাইনে কিউআর কোডের মাধ্যমে অথবা এই তহবিলের অর্থ সংগ্রহ করছেন। ন্যূনতম অনুদান ১১ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
নির্বাচনী প্রচারের তহবিলের জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে কংগ্রেস ।
সামনে লোকসভা নির্বাচন। তবে গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের চারটি মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর দফতর। যার ফলে প্রার্থীদের প্রচারের খরচ বহন করতে গিয়ে সমস্যায় পড়েছে কংগ্রেস। এই অবস্থায় নির্বাচনী প্রচারের তহবিলের জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে শুরু করেছেন গুজরাটের কংগ্রেস প্রার্থী গেনিবেন ঠাকুর। তিনি ৫০ লক্ষ টাকা সংগ্রহের লক্ষ্য মাত্রা স্থির করেছেন বলে জানা গিয়েছে। গুজরাটের বানাসকাঁথা লোকসভা কেন্দ্রের প্রার্থী গত কয়েক সপ্তাহে তাঁর প্রচারের খরচ মেটাতে প্রতিদিন গড়ে ১.৫ লক্ষ টাকা সংগ্রহ করছেন।
কংগ্রেস প্রার্থী জানান, তাঁর নির্বাচনী এলাকার জন সাধারণ বিভিন্নভাবে তাঁকে সমর্থন জানাচ্ছেন। তিনি জানান, এক একটি জনসভা আয়োজনের জন্য প্রায় ২০ হাজার টাকা করে খরচ হয়। সেই জায়গায় তিনি প্রতিদিন ৫ থেকে ১০ করে জনসভা করেন। ফলে তাতে প্রায় ১ থেকে ২ লক্ষ দৈনিক খরচ। ফলে এতো পরিমাণ অর্থের জন্য জন সাধারণের ওপরেই তাঁর ভরসা। তিনি জানান, অনলাইনে কিউআর কোডের মাধ্যমে অথবা এই তহবিলের অর্থ সংগ্রহ করছেন। ন্যূনতম অনুদান ১১ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
গুজরাট কংগ্রেসের মুখপাত্র মনীশ দোশি জানান, কংগ্রেস আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে প্রার্থীদের জন্য খরচ বহন করতে ব্যর্থ হচ্ছে তারা। তাই জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন কংগ্রেসের অনেক নেতা।