Adipurush box office day 11 collection: ওম রাউত পরিচালিত আদিপুরুষ রীতিমতো ধুঁকছে বক্সঅফিসে। হাজারও বিতর্কের বোঝায় হলে লোক হচ্ছে না বললেই চলে। তাই তো দ্বিতীয় সোমবারে এসে আরও কমে গেল ছবির ব্যবসার অঙ্ক। প্রভাস-কৃতির এই সিনেমা মাত্র ১.৭৫ কোটি (প্রাথমিক অনুমানে) আয় করেছে। ১৬ জুন মুক্তির পর থেকে ছবির মোট সংগ্রহ ২৭৭ কোটি থেকে সামান্য বেশি।
ওম রাউত পরিচালিত আদিপুরুষ ‘রামায়ণ’-এর রূপান্তর। যদিও সিনেমা হলে গিয়ে আশাহত হয়েছেন বেশিরভাগ মানুষই। ছবিতে রাঘব (ভগবান রাম) চরিত্রে প্রভাস, জানকি (দেবী সীতা) চরিত্রে কৃতি শ্যানন , শেশ (লক্ষ্মণ) চরিত্রে সানি সিংএবং লঙ্কেশ (রাবণ) চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। সিনেমা হলে আসার পর থেকেই কোড়াতে থাকে বিতর্ক। কখনও গল্পে বদল এনে, তো ককনও হনুমানের মুখের সংলাপের কারণে, তো কখনও আবার অত্যন্ত নিম্নমানের সংলাপের জন্য। অবস্থা এমন জায়গায় যায় যে হনুমানের মুখের কিছু কথা বদলে দিতে বাধ্য হন লেখক মনোজ মুনতাসির। যেমন ‘তেল তেরে বাপ কি, জ্বলেগি ভি তেরে বাপ কি’ বদলে করা হয়, ‘তেল তেরে লঙ্কা কি, জ্বলেগি ভি তেরে লঙ্গা কি…’
Sacnik.com-এর রিপোর্ট অনুসারে, আদিপুরুষ ভারতের সমস্ত ভাষায় মুক্তির দ্বিতীয় দিনে ১.৭৫ কোটি টাকা উপার্জন করেছে। ছবিটি এখন পর্যন্ত ভারতে ২৭৭.৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে।
সোমবারে টুইটারে আদিপুরুষের প্রযোজনা সংস্থা টুইটারের পক্ষ থেকে রবিবার পর্যন্ত ছবির বিশ্বব্যাপী সংগ্রহ নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। যাতে লেখা ছিল- ‘বিশ্বব্যপী ৪৫০ কোটি’। এটি পোস্টটির ক্যাপশনে তাঁরা লেখেন, ‘আদিপুরুষের প্রতি মানুষের দেখানো অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া আমাদের অভিভূত করেছে।’
যদিও দিল্লি-কলকাতা-এলাবাবাদ-সহ একাধিক আদালতে ছবির নামে এফআইআর হয়েছে। ছবির পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার ও লেখক মনোজ মুনতাশিরের নামে মামলা করার দাবি জানিয়ে চিঠি গিয়েছে অমিত শাহের কাছে। হিন্দু ভাবাবেগে আঘাত হানছে ছবি দাবি তুলে বয়কটের ডাক তুলেছেন অধিকাংশ মানুষ। এমনকী, হল মালিকরা পর্যন্ত ক্ষেপে লাল নির্মাতাদের উপর। তাঁদের দাবি, চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁরা আদিপুরুষের কারণে।
তবে এখনও বাকি রয়েছে আদিপুরুষ-এর ওটিটি রিলিজ। যা থেকে ভালোই কামাই হবে নির্মান সংস্থা এসভিএফের। খারাপ রিভিউ পাওয়ার কারণে যারা হলে দেখেননি, তাঁরা ওটিটি-তে দেখবেনই। সে অর্থে লাভের অঙ্ক তুলতে না পারলেও খরচের টাকা উঠেই আসবে টি সিরিজের ঘরে।