মুক্তির পাঁচ নম্বর দিনে এসে প্রভাসের সিনেমার হাল আরও খারাপ। লোকমুখে ছবি নিয়ে নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়তেই কমল ব্যবসা। সোমবারের তুলনায় আদিপুরুষ-এর মঙ্গলবারের বক্স অফিস রিপোর্ট আরও খারাপ। ওম রাউতের সিনেমা ঘরে তুলল মাত্র ১০ কোটি।
হিন্দু মহাকাব্য রামায়ণের ‘অপমান’ করার অভিযোগ উঠেছে আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত ও সংলাপ লেখক মনোজ মুনসাসিরের উপরে। এমনকী বিভিন্ন মহল থেকে তাঁদের কাছে আসছে হুমকিও।
Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রাথমিক অনুমান বলছে মঙ্গলবার ভারতের সমস্ত ভাষায় ছবিটি ১০.৮০ কোটি আয় করেছে মাত্র। ঘরোয়া বক্স অফিসে সপ্তাহান্তে ২২০ কটি আয়ের পর সোমবার আয়ের অঙ্ক ছিল ২০ কোটি। তবে মঙ্গলবারে এসে তা নেমে এল ১০ কোটির ঘরে। টি-সিরিজ ব্যানারে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী ৩৭৫ কোটি আয় করেছে। প্রসঙ্গত, রিপোর্ট অনুসারে, ছবি তৈরির বাজেট ছিল ৫০০ কোটি।
এদিকে, গোটা দেশ জুড়ে বিতর্কের মুখে পড়ে রবিবার মনোজ মুনতাসির সাংবাদিক বৈঠকে এসে জানান, ‘কিছু সংলাপ সংশোধন করবেন’ নির্মাতারা। ১ সপ্তাহের মধ্যে পরিবর্তনগুলি ছবিতে দেখতে পাবেন দর্শকরা।
পরিবেশক-প্রদর্শক অক্ষয় রাঠি রবিবার পিটিআইকে জানিয়েছেন, আদিপুরুষ টিকিট উইন্ডোতে ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি বলেন, ‘দর্শকের নিজস্ব একটা মন আছে এবং আমাদের সেটাকে সম্মান করতে হবে। ছবিটি লোকের পছন্দ হয়নি বলেই ব্যবসাতে ড্রপ হয়েছে। ৬৫ থেকে ৭০ শতাংশ কমে গেছে টিকিট বিক্রি।’
এদিকে হিন্দু সেনার পক্ষ থেকে 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। সংবিধানের ২২৬ ধারায় জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। লিখিত পিটিশনে দাবি করা হয়েছে, ‘আদিপুরুষ’ ছবিতে এমন কিছু দৃশ্য আছে যা আপত্তিকর। সংবিধানের উক্ত ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনও ধর্মীয় নেতা, চরিত্র বা আদর্শকে যদি ছবির কোনও দৃশ্যে অবমাননা করা হয়, তাহলে সেই সব দৃশ্য অপসারণ করা উচিত। একই সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিটি জনসাধারণকে দেখানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার আবেদনও করা হয়েছে এই পিটিশনে। দাবি তোলা হয়েছে ওম রাউতের সিনেমা আঘাত আনছে হিন্দু ভাবাবেগে।