কাশ্মীরের পহেলগাঁও এল🅷াকায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত যেতে বলেছে সরকার। পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গ উঠতেই পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন আদনান সামিকে পাকিস্তানে ফিরে আসার কথা বলেছিলেন।
আদনান স🤪ামির নাগরিকত্ব নিয়ে প্রশ🐭্ন উঠতেই ফাওয়াদকে উপযুক্ত উত্তর দেন গায়ক। X হ্যান্ডেলে আদনান সামিকে উল্লেখ করে ফাওয়াদ যখন লেখেন, ‘এবার আদনান সামির কি হবে?’ ঠিক তখনই প্রদুত্তরে গায়ক লেখেন, ‘এই অশিক্ষিত বোকাকে কে বলবে!!’
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে ღকটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves su൲mmit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০১৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে জন্মগ্রহণকারী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। একজন পাকিস্তানি হলেও তিনি বর্তমানে ভারতের নাগরিক, তাই খুব স্বাভাবিকভাবে আদনানের পাকিস্তানের ফিরে যাওয়ার প্রশ্নই ওঠ♕ে না। এরই মধ্যে কিছু পাকিস্তানি যুবক আদনানের পাকিস্তান ছেড়ে ভারতে আসা নিয়ে কিছু মন্তব্য প্রকাশ করেꦉছেন।
সম্প্রতি আদনান একটি ট𝕴ুইট করেছেন যেখানে তিনি লিখেছেন, ‘আজারবাইজানের বাকুরের সুন্দর রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন মিষ্টি পাকিস্তানি ছেলের সঙ্গে দেখা হল। তারা আমায় বললো, ’স্যার আপনি খুব ভাগ্যবান.. আপনি ভালো সময় পাকিস্তান ছেড়ে দিয়েছেন। আমরাও আমাদের নাগরিকত্ব পরিবর্তন করতে চাই.. আমরা আমাদের সেনাবাহিনীকে ঘৃণা করি... তারা আমাꦰদের দেশ ধ্বংস করে দিয়েছে!!!' এর উত্তরে আমি শুধু বলেছি, ‘আমি এটা অনেক আগেই জানতাম!’
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে 🎶পড়লেন বরুণ, কান্ড দেখে 🐬হেসে খুন ম্রুণাল, মৌনীরা
প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শিল্পীদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে ভারতে। বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলওꦐ ব্যান করে দেওয়া হয়েছে ভারতে। এই আবহে আদনান সামির বহুদিন আগেই ভারতের নাগরিকত্ব নেওয়া নিয়ে গায়কের🌱 দূরদর্শিতার প্রশংসা করেছেন অনেকেই।