বাংলা থেকে বলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর হল। এখন হিন্দি ছোট পর্দায় দারুণ পরিচিত মুখ তিনি। একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছেন। কিন্তু সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অদ্রিজা রায🍌়। করাতে হয় অস্ত্রোপচার।꧟ কিন্তু তারপর ছুটি না নিয়ে শ্যুটিংয়ে ফিরলেন তিনি। কী হয়েছিল অভিনেত্রীর?
কী ঘটেছে?
পাথরকুচি চামড়া ভেদ করে পায়ে ঢুকে গিয়েছিল অদ্রিজার। প্রথমে বোঝেননি। মহাকুম্ভ থেকে ফেরার পর অবস্থার বাড়াবাড়ি হলে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এই বিষয়ে ⛦তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, 'সেটে আমরা অনেক সময়ই💯 জুতো পরি না। খালি পায়ে থাকি। আমিও ছিলাম। পাথর কুচি কীভাবে যেন পায়ের চায়ের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে গেছিল। খালি পায়ে হাঁটতে গেলেই ফুটত খচখচ করে। ভেবেছিলাম নিজে থেকেই টম হয়ে যাবে, হয়তো কড়া পড়েছে।'
কিন্তু সেটা𒀰 যে নয় বুঝতে পারেন মহাকুম্ভে গিয়ে। ওখানেও এই পা নিয়েই যান, খালি পায়েই হাঁটেন। আর সেখান থেকেই ভারত হয়। ব্যথা এত বেড়ে যায় যে পা ফেলতে পর্যন্ত পারছিলেন না অভিনেত্ꦕরী। এক্স রে করে জানতে পারেন পাথর কুচি পায়ে ঢুকে মাংসের সঙ্গে জড়িয়ে গেছে এভাবে খালি পায়ে হাঁটার কারণে। সেই জন্যই করাতে হয় অস্ত্রোপচার।
অনেকটা সময় ধরেই অস্ত্রোপচার হয় বলেই জানান অভিনেত্রী। তাঁর পায়ে বর্তমানে ছয়টা সেলাই পড়েছে। কিন্তু তার জন্য তিনি থেমে থাকেননি। বরং ওই🌠 অবস্থাতেই হাঁটাচলা করছেন, শ্যুটিং করছেন। জানিয়েছেন, '৬ টা সেলাই পড়েছে। ওটা নিয𒀰়েই নাচের দৃশ্যর শ্যুটিং করেছি।'
আরও পড়ুন: 'বৈশাখী ভিলেন, তোমার ঘর ভেঙেছে', বলেছিলেন কল্যাণ! পাল্টি খেতেই রত্নার হুঁশিয়ারি, 'শেষ দেখে𒉰 ছাড়ব'
এই বিষয়ে বলে রাখা ভা🗹লো, অদ্রিজা রায় বেদেনি মলুয়ার কথা ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর বাংলায় সন্ন্যাসী রাজা, দুর্গা দুর্গেশ্বরী, ইত্যাদির মতো সিরিয়ালে কাজ করেন । করেন পরিণীতা, ইত্যাদির মতো সিনেমাও। তারপর পাড়ি দেন সুদূর মুম্বই। সেখানে ইতিমধ্যেই ইমলি, কুণ্ডলী ভাগ্য, অনু🐟পমা সিরিয়ালে অভিনয় করেছেন।