বক্স অফিস কাঁপাচ্ছে রোহিত শেট্টির সিংঘম এগেন। ২০০ কোটির গণ্ডি অনায়াসে পাড় করে ফেলেছে হিট ফ্রাঞ্চাইসির তৃতীয় কিস্তি। অজয় দেবগণের এই ছবিতে রয়েছে নামীদামী ক্যামিও। যার অন্যতম দীপিকা পাড়ুকোন। রোহিত শেট্টির ‘লেডি সিংঘম’কে দেখে অবশ্য মন ভরেনি জনতার। হয়েছে সমালোচনা, ট্রোলিং। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি দীপিকাকে নিয়ে কপ ইউনিভার্সের পরবর্ত💦ী ছবির প্ল্যানিং বাতিল করছেন রোহিত?
রোহিত শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকা꧑রে সেই সব জল্পনায় জল ঢেলেছেন। তিনি স্পষ্ট করেন, লেডি সিংঘমের চরিত্রটি এই ছবিতে রাখাই হয়েছিল একটামাত্র উদ্দেশ্য নিয়ে। যাতে দর্শকরা লেডি সিংঘমকে আগেভাগে চিনে নিতে পারে।
নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘আমাদের ওই চরিত্রটা নিয়ে আরও কাজ করতে হবে। গল্প লিখতে হবে। অবশ্যই একটা কনসেপ্ট আমাদের মাথায় রয়েছে। ওর জার🐎্নিটা কেমন হবে তাঁর ছকটা আমি কষে রেখেছি পরিচালক বা লেখক হিসাবে। একজন মহিলা পুলিশকে কেন্দ্রে রেখে লেডি সিংঘম নামের ছবি অবশ্যই আমি তৈরি করব’।
আপতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন দীপিকা। মেয়ে দুয়াকে নিয়েই ব্য়স্ত তিনি, যোগ দেননি সিংঘম এগেনের প্রচারে। 🔯আশ্চর্🧸যজনকভবে রণবীর অভিনীত সিম্বা চরিত্রটি সিংঘম এগেনের অংশ হলেও রিয়েল লাইফ এই জুটির মধ্য়ে পর্দায় কোনও সংলাপ নেই সিংঘম এগেনে। যা হতাশ করেছে দীপবীর ভক্তদের।
গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা (২০১৩) ছবিতে দুজনের সিজলিং রসায়ন নজর কেড়েছিল। পরবর্তীতে একাধিকবার সেই ইতিহাস ফিরেছে রুপ🌳োলি পর্দায়।
নিউজ ১৮-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পরিচালক সেই রহস্যভেদ করে বলেন, ‘এম✨নকি রণবীরের চরিত্রের জন্যও দীপিকার চরিত্রের সঙ্গে কোনও সংলাপ ছবিতে রাখা হয়নি। আমরা এই সব করেছি যাতে কেউ এক সেকেন্ডের জন্যও আহত না হয়। অন্যথায়, আমরা তাদের একত্রিত করতে এবং এমন একটি দৃশ্য রাখতে পছন্দ করতাম যেখানে তারা মজা করছে’।
রোহিতের কথায় এটি খুব সুচিন্তিত সিদ্ধান্ত। রণবীর ২০১৮ সালের সিম্বা ছবিতে এসিপি সংগ্রাম ভালেরাওয়ের চরিত্রে অভিনয় করেন। দীপিকাকে সিংহাম এগেইন দিয়ে কপ ইউ🦂নিভার্সে পা রাখলেন। তাঁর চরিত্রের নাম ডিসিপি শক্তি শেট্টি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কবে লাইট-ক্যামের🎶া-অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন দীপিকা, সেই আপটেডের অপেক্ষায় অনুরাগীরা।