আলি গোনি জম্মু কাশ্মীরের ছেলে। কর্মসূত্রে অভিনেতা যদিও বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা। তবে তাঁর গোটা পরিবার এখনও জম্মুতেই থাকেন। কিন্তু দেশের এমন অবস্থায় দূরে থেকে পরিবারে🦩র জন্য চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁর। কী লিখলেন?
আরও পড়ুন: বিয়ের বছর পার, একগুচ্ছ অদেখা♈ ছবির সঙ্গে আদৃতের জন্য খোলা চিঠি কৌশাম্🧸বির! লিখলেন, 'এভাবেই...'
কী ঘটেছে?
পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুর করেছে ভ𓄧ারতীয় সেনা। তারপর ওপার থেকে আঘাত, এদিক থেকে সেটা প্রতিহত করা চলছেই।✅ অশান্ত হয়ে আছে দেশের পশ্চিম, উত্তর পশ্চিম সীমান্ত। সম্প্রতি জম্মুতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। জম্মুকে নিশানা করে হামলা চালাচ্ছে পাকিস্তান, শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। এমন অবস্থায় গোটা পরিবার সেখানে থাকায় চিন্তিত আলি গোনি। তাঁর সেই উদ্বেগ এদিন প্রকাশ পায় তাঁর লেখায়।
ছোট পর্দার এই পরিচ๊িত অভিনেতা এদ💎িন লেখেন, 'আমি একজন শ্যুটিংয়ের জন্য দেশের বাইরে আছি। কিন্তু জম্মুতে রয়েছে আমার গোটা পরিবার। মাথা কাজ করছে না আমার।' তবে অভিনেতা এও জানিয়েছেন যে সকলে সুরক্ষিত আছেন পরিবারের। লেখেন, 'সকলে সুরক্ষিত আছেন, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ভারতীয় বায়ু সেনাকে ধন্যবাদ।'
আরও পড়ুন: রানি লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশির♚ ঠাকুমার মা! ভাইরাল কর্নেলের 🐻পুরনো ভিডিয়ো
আরও পড়ুন: হুবহু ‘বসুধা’র মতো🍸! বড়মার সংসারে কুসুমের লক্ষ্মীশ্রী ফেরানোর ঝলক দেখেই ধরে ফেলল নেটপাড়া, কী বলছে?
কেবল পরিবার নয়, তিনি এদিন তাঁর অনুরাগী, সহনাগরিকদের জম্মু এবং কাশ্মীরের মানুষদের জন্য প্রার্থনা করতে বলেন। লেখেন, 'না ঘুমিয়ে গোটা রাত কাটালাম। ভেঙে পড়েছি ভীষণ। জম্মু কাশ্মীরে রয়েছে আমার পরিবার। ওঁরা দেখেছেন গত রাতের হামলা। এই ড্রোন আহমলা আমার বাড়ির সবাই এমন বাচ্চারাও দেখেছে।🏅 অনেকে বাড়ি বসে যুদ্ধের জয়জয়কার করছেন, সোশ্যাল মিডিয়ায় লিখছেন সেসব নিয়ে। কিন্তু যাঁরা বর্ডারে রয়েছেন তাঁদের জন্য এই অবস্থা মোটেই সহজ না।'