বাংলা নিউজ > বায়োস্কোপ > Apoorva Mukhija: রণবীরের Sex বিতর্ক, FIRএর পর এবার IIFA-এর অ্যাম্বাসেডর তালিকা থেকে বাদ ‘ঝগড়ুটে মেয়ে’ অপূর্বা
পরবর্তী খবর
Apoorva Mukhija: রণবীরের Sex বিতর্ক, FIRএর পর এবার IIFA-এর অ্যাম্বাসেডর তালিকা থেকে বাদ ‘ঝগড়ুটে মেয়ে’ অপূর্বা
1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2025, 09:24 AM ISTRanita Goswami
আগামী মাসে জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে আইফা অ্যাওয়ার্ডস। তারই অফিসিয়াল অ্যাম্বাসাডর তালিকা থেকে বাদ পড়েছেন অপূর্বা মুখিজা ওরফে রেবেল কিড।
IIFA থেকে বাদ অপূর্বা মুখিজা
আগামী মাসেই রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA) অ্যাওয়ার্ড’। এবার সেই আইফার অফিসিয়াল অ্যাম্বাসেডর তালিকা থেকে বাদ পড়লেন 'ইন্ডিয়া গট ল্যাটেন্ট'-এর কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা, যাঁকে লোকে অবশ্য 'দ্য রেবেল কিড' নামেই চেনেন, আবার তিনি নিজেকে ‘ঝগড়ুটে মেয়ে’ বলেও পরিচয় দিয়ে থাকেন। আর এই সবটাই ঘটেছে এই শো নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের জেরে।
শুধু রণবীর আহালাবাদিয়ার মন্তব্যই নয়, ঘটনার জেরে কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর একটি পর্বে অপূর্বা মুখিজার উপস্থিতি ঘিরেও বিতর্কের জন্ম দিয়েছে। শুধুই রণবীর, সময়দের বিরুদ্ধে নয়, অপূর্বার বিরুদ্ধেও FIR দায়ের হয়েছে। যার জেরে অপূর্বাকে নিয়ে রাজস্থানে কর্ণি সেনার হুমকির মুখে পড়তে হয় আইফা কর্তৃপক্ষকে। সেকারণেই এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্জারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে IIFA। প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি উদয়পুরের সিটি প্যালেস, অমরাই ঘাট এবং পিচোলা লেকে শুটিং করার কথা ছিল অপূর্বার।
আইফার সহযোগিতায় রাজস্থান ট্যুরিজমের ট্রেজার হান্টের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অপূর্বা মুখিজার। তবে আইফার তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্ব মুখিজার নাম আইফা অ্যাম্বাসাডরদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজস্থানের পর্যটনমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি এখন আনুষ্ঠানিকভাবে আইফা রাষ্ট্রদূতদের তালিকায় নেই।’
চলতি মাসের শেষের দিকে রাজস্থানের উদয়পুরে আইফার জন্য অপূর্বার পরিকল্পিত শুটিং বানচাল করার জন্য হুমকি দিয়েছিল কর্ণি সেনা। আর তারপরই IIFA-র তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণপন্থী সংগঠন কর্ণি সেনা জানায়, কেউ অশ্লীলতার প্রচার করলে তাঁকে শুধুই বিরোধিতার মুখোমুখি হতে হবে না, তাঁর উপর হামলাও হতে পারে।
এমনতি কর্ণি সেনা হুঁশিয়ারি দেয়, এই ব্যক্তিদের বিমানবন্দরেও বয়কটের মুখে পড়তে হবে। তাঁদের কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না।
উদয়পুরের রাজপুত করণী সেনার ডিভিশন হেড ডঃ পরমবীর সিং দুলাওয়াত বিবৃতিতে বলেন, এই ধরনের অশালীন ও অপসংস্কৃতির প্রচারকরা, যাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নিজেদের সংস্কৃতিকে রাস্তায় নামিয়ে আনেন ও অশ্লীলতা ছড়ান, তাঁদের শুধু বিরোধিতাই করা হবে না, প্রয়োজনে জুতো দিয়েও পেটানো হবে। বিমানবন্দরে নামলেও বয়কট করা হবে। তাই রাজ্যের পর্যটন দফতরের কাছে অনুরোধ ও আল্টিমেটাম দেওয়া হল, আমরা কোনও পদক্ষেপ নেওয়ার আগে যেন তঁরা এখানে না আসেন। দুলাওয়াত আরও বলেন মুম্বইয়ে তাঁদের অনুষ্ঠানের মাধ্যমে যারা অশ্লীলতা ছড়াচ্ছেন তাঁদের রাজস্থানে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।