বহু বাধা পার করে অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের 'ইমার্জেন্সি'। এর আগেও বহুবার নানান কারণে ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন কঙ্গনা। তারপর চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'ইমার্জেন্সি'। তবে সেন্সর বোর্ডের নানান জটিলতায় আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে নতুন বছরে মুক্তি পেতে চলেছে ছবিটি। দিন ঠিক হয়েছে ১৭ জানুয়ারি।
ইনস্টাগ্রামে নিজেই ছবি মুক্তির কথা জানিয়েছেন 'কুইন'। কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলাকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।’ এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির চিত্রনাট্যাকারও তিনি নিজেই। আবার ছবির পরিচালক, প্রযোজক দুটিই কঙ্গনা নিজে। তাই 'ইমার্জেন্সি' যে অভিনেত্রীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-বাংলাদেশে আটকে রয়েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, কিন্তু কেন?
আরও পড়ুন-চেয়ারে বসে হঠাৎই কাঁপতে শুরু করলেন আবির, প্রকাশ্যে আনলেন রানা, কী আবার হল অভিনেতার?