বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘অনন্ত আমার প্রথম সন্তান…’, কোলেপিঠে করে মানুষ করেছেন আম্বানি পুত্রকে, কী করে ওই বাড়িতে চাকরি পান তৈমুরের ন্যানি?
ছোট থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন করিনা কাপুর ও সাইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খান। ছোট্ট টিমের দেখাশোনা করার সুবাদে নেট নাগরিকদের নজরে চলে আসেন তাঁর ন্যানিও। তৈমুরের ন্যানির মাস মাইনে থেকে তাঁর জীবন নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলের অন্ত ছিল না। হালে ফের চর্চায় তৈমুরের প্রাক্তন ন্যানি ললিতা ডিসিলভা। আরও পড়ুন-'আমি যখন ২.৫ লক্ষ টাকা বেতনের কথা বলি, তখন করিনা বলেন…', পারিশ্রমিক নিয়ে মুখ খুলল🅺েন তৈমুরের ন্✤যানি