প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা একে অন্যের সঙ্গে আছেন। বাস্তবের জুটিকে একাধিক ছবিতে দর্শকরা বড় পর্দাতেও দেখে🍨ছেন। আর এ হেন পাওয়ার কাপলের এ কী রূপ! পাশে প্রেমিকাকে নিয়ে প্র⛄কাশ্যে কাকে চুমু খেলেন?
আরও পড়ুন: আরও কমলো আ🅰য়, তবুও ১০০ কোটির দোরগোড়ায় সিকান্দর! ৫ দিনে কত লক্ষ্মীলাভ হল সলমনের ছবির?
কী ঘটেছে?
এদিন দেখা যাচ্ছে শহরের একটি ইভেন্টে প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়ে হাজির হয়েছেন অঙ্কুশ হাজরা। তাঁকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা গেল। পরনে কালো শার্ট, পꦓ্যান্ট এবং স্যুট। অন্যদিকে ঐন্দ্রিলার পরনে টিল রঙের অফ শোল্ডার গাউন। এই ইভেন্টে এসে আচমকাই প্রেমিকার হাত ছেড়ে এগিয়ে যান অঙ্কুশ। তারপরই সেই ব্যক্তিকে চুমু খান। ভাবছেন কে তিনি? আর কেউ নন রাজ চক্রবর্তী। হ্যাঁ, ঠিকই পড়লে💧ন।
এদিন অঙ্কুশকে প্রথমে রাজের হাত ধরে তাঁর দিকে এগোতে দেখা যায়। তারপরই তিনি রাজের হাতে চুমু খেয়ে সোজা তাঁর ঠোঁটেও চুমু খান। সহকর্মীর থেকে এমন আচরণ পেয়েই সলজ্জ ভাবে সরে যান পরিচালক। প্রেমিকের কাণ্ড দেখে হেসে ফেলেꩲন ঐন্দ্রিলাও। এদিন তাঁদের 🦹তিনজনকে তারপর একত্রে পোজ দিতেও দেখা যায়।
প্রসঙ্গত অঙ্কুশ হাজরার এখন হাত ভর্তি কাজ। তিনি এখন বহুরূপী ২ ছবিটির শ্যুটিং করছেন। এছাড়া আগামীতে আসছে তাঁর নারী চরিত্র বেজায় জটিল। সেই ছবিরও শুভ মহরত হয়ে গিয়েছে। অন্যদিকে অভিনেতাকে বর্তমানে ড্যান্স বাংলা ড্যান্সে দেখা যাচ্ছে। তবে এবার আর সঞ্চালক নয়, বরং বিচারকের আসনে রয়েছে🎶ন তিনি।
আরও পড়ুন: জোর রেষারেষি ফ🎀ুলকি-জগদ্ধাত্রীর মধ্যে! পরিণীতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পরশুরাম, বেঙ্গল টপার হল কে?
আরও পড়ুন: বিতর্ক অতীত, বিনোদিনী হতে প্রস্তুতি শুরু শুভশ্রীর! পর্𒅌দায় 'নটী' হয়ে উঠতে রাত জেগে কী ꧅করছেন?