অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির সদ্যই একটি ছেলে হয়েছে। অকায়ের যখন কয়েক মাস বয়স তখন অন্যদিকে এই তারকা জুটির মেয়ে ভামিকা দেখতে দেখতে সাড়ে তিন বছরের হয়ে গেল। আর মেয়ের এই বড় হওয়ার সময়টা বিরাট এবং অনুষ্কা কথা সম্ভব ভাবে তার সঙ্গে সময় কাটাচ্ছেন। সময় দিচ্ছেন।
অনুষ্কা এবং বিরাটের মেয়ের হাতের কাজ
বিরাট এবং অনুষ্কার প্রথম সন্তান ভামিকা গত ২০২১ সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে। অন্যদিকে এই বছরের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে তাঁদের ছেলে অকায়। তবে ছেলে এখন যতই ছোট হোক। মেয়ে মোটেই সময় দিতে ভুলছেন না অনুষ্কা। কিন্তু কীভাবে সময় দিচ্ছেন অনুষ্কা?
সম্প্রতি অভিনেত্রী একটি ব্ল্যাকবোর্ডের ছবি পোস্ট করেছিলেন। সেখানে দুটো ভাগ করে দুই ভাগে হিন্দিতে লেখা অনুষ্কা এবং ভামিকা। অনুষ্কা যেখানে লেখা ওখানে অভিনেত্রী ফুল এঁকেছেন। আর ভামিকাও মায়ের দেখাদেখি ফুল আঁকার চেষ্টা করেছে খুদে হাতে।
অন্যদিকে কিছুদিন আগে ফাদার্স ডে গেল। তখনও নিজের হাতে এঁকেই বিরাটকে সেটা উপহার দিয়েছিল ভামিকা। সেটার ছবিও অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে তারকা হওয়ার পাশাপাশি অনুষ্কা এবং বিরাট তাঁদের সন্তানদের সুস্থ একটা জীবন দিচ্ছেন তো বটেই সঙ্গে অনেক সময়ও দিচ্ছেন।
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
তাঁদের মাঝে মধ্যেই একসঙ্গে বেড়াতে যেতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত তাঁরা তাঁদের ছেলের ছবি প্রকাশ্যে আনেননি। এই বছর ফেব্রুয়ারিতে সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে।