শাকিব-অপুর দাম্পত্য, সম্পর্কের টানাপোড়েনের গল্প কারওরই অজানা নয় আর। কেন অপুর মা পছন্দ করতেন না শাকিবকে?
অপুর মা একেবারেই পছন্দ করতেন না শাকিবকে।
শাকিব খান আর অপু বিশ্বাস শুধু ওপার বাংলার নয়, এপারের মানুষের মনেও জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত ভাবে। দুজনেই সে দেশের সুপারস্টার। একসময় জুটিতে উপহার দিয়েছেন একের পর এক হিট। সেইসময় লুকিয়ে বিয়েও করেছিলেন। চুটিয়ে প্রেম করার পর ২০০৮ সালে হয়েছিল বিয়েটা। ২০১৬ সালে ছেলে জয়ের জন্মের পর প্রথমবার সবার সামনে সে খবর নিয়ে আসেন অপু। ছেলে কোলে হাজির হয়েছিলেন বাংলাদেশেরই এক সংবাদমাধ্যমে। শাকিবের সঙ্গে বিয়ে থেকে সংসার, ছেলের জন্ম সবটা ফাঁস করে বোমা ফাটিয়েছিলেন। আর তারপর থেকেই খারাপ হয় তাঁদের সম্পর্কের সমীকরণ। ব্যক্তিগত জীবনের এভাবে হাটে হাড়ি ভাঙা মেনে নিতে পারেননি শাকিব।
অপুকে বলতে শোনা গেল, ‘মা একসময় শাকিবের সঙ্গে কথাও বলতে দিত না। সেটেও সব সময় বসে থাকত আমার সঙ্গে। সেটে শাকিবের সঙ্গে বেশি কথা বললে মায়ের কাছে থাপ্পড়ও খেয়েছি।’ আসলে শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকার মা। বাংলাদেশের এই সুপারস্টার নায়ককে তাই বলেছিলেন, ‘তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে করো। তার পর ঘুরো। আমি ভালবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মত থাকলে আমাদের সমস্যা নেই।’