গত ২৪ ড༺িসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান ও সুরা খান। বিয়ের পর প্রায়শই হাতে হাত রেখে একসঙ্গে দেখা মেলে নব দম্পতির। বিভিন্ন𓂃 অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মিলেছে দম্পতির। সোশ্যাল মিডিয়ায়ও প্রায়শই রোম্যান্টিক মেজাজে ধরা দেন তাঁরা। সদ্য বলিউডের তারকা খচিত এক ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন আরবাজ-সুরা।
রমজানের পবিত্র মাসে মুম্বইয়ের জনপ্রিয় মহম্মদ আলি রোডের কাছে এক নামী রেস্তোরাঁয় কাবাবের স্বাদ উপভোগ করেছেন বলিউড সেলেবরা। ইফতার পার্টিতে যোগ দিয়েছেন ইন্ডাস্ট্রির আরও অনেক সেলেবের পাশাপাশি আরবাজ-সুরার। পার্টিতে যোগ দিয়েছেন রবিনা ট্যান্ডন, তাহের শাব্বির, রিদ্ধিমা পণ্ডিত সহ আরও অনেকে। পার্টির অন্দরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: দা♊ম্পত্যের ২৩ বছরেও অটুট ভালোবাসা, অক্ষয়-টুইঙ্কলের ড🐼েট, ফাঁস হল বিশেষ কথা
ভিডিয়োতে দেখা গিয়েছে, স্ত্রী সুরাকে আদর করে স্যান্ডুইচ খাইয়ে দিচ্ছেন আরবাজ। ডিনার টেবি🍒লে বসে অন্যান্য অতিথিদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছেন তাঁরা। এ দিন সরষে হলুদ রঙের সালোয়ার 👍পরে দেখা মিলেছে সুরার। আরবাজ পরেছেন নীল শার্ট এবং ডেনিম জিনস। ডিনার সেরে বেরিয়ে এসে পাপারাৎজ্জির জন্য় পোজও দিয়েছেন তাঁরা।
বলিউডের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট হলেন🦹 সুরা খান। তিনি তবে সুনিপুণ কাজ, দক্ষতার জন্য নিজের সুনাম, খ্যাতি অর্জন করেছেন বি-টাউনে। বহু তারকাই তাঁর কাছে মেকআপ করেন। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের লো প্রোফাইল মেনটেন করতেই পছন্দ করেন সুরা খান, তবুও তাঁর ক্লায়🎉েন্ট তালিকার মধ্যে রয়েছেন রবিনা ট্যান্ডন, তাঁর মেয়ে রাশা থাডানির মতো বলি অভিনেতারা।
উল্লেখ্য অভিনয় জগতꦉে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর। এরপর ২০২৩ সালের সুরার সঙ্গে ঘর বাঁধেন সলমন খানের দাদা।
'পাটনা শুক্লা' নামক একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। এই ছবিতে আরবাজ ছাড়াও আছেন রবিনা ট্যান্ডন, চন্দন রায় সান্যাল, সতীশ কৌশিক, মানব ভিজ, অনুষ্কা কৌশিক প্রমুখ। এ⛄ই ছবিতে এক নারীর দুর্দান্ত লড়াইয়ের গল্প দেখানো হবে, যা আবর্তিত হয়েছে পাটনা শহরে। ছবিটির প্রযোজনা করেছেন আরবাজ নিজে।