বিগত কয়েক ঘন্টায় বারবার খবরের শিরোনামে উঠে আসে একটাই নাম, ইরফান পুত্র বাবিল। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়া তাঁর মুখ, যেন কিছু নিয়ে মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। মুহূর্তের মধ্যে ভিডিয়ো ডিলিট হলেও ততক্ষণে সমাজ মাধ্যমে তা ছড়িয়ে 🌳পড়েছে।
বাবিলকে দেখে অনেকেই টেনে এনেছেন সুশান্তের প্রসঙ্গ। সুশান্তের মতো বাবিলের অবস্থা যেন না হয়, তার জন্য সকলে বারবার প্রার্থনা করেছেন। তারকা পুত্রের মানসিক স্বাস্থ্য নিয়েও মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে বাবিলের সহকারী দলের তরফ থেকে জানানো হয়েছে, গোটা ব্য൲াপারটাই প্যানিক অ্যাটাক থেকে হয়েছে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এমন মানসিক অবসাদের শিকার হয়েছেন তিনি।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে পড়লেন বরুণ, কান্ড দেখে ౠহেসে খুন ম্রুণাল, মৌনীরা
শඣুধু পেশাগত দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকেও অবসাদে ডুবেছিলেন বাবিল। এমনটাই হয়েছিল যখন তাঁর প্রেম ভেঙে যায়। বলিউডের কোনও অভিনেতা নয় বরং এক নেটপ্রভাবকারীর সঙ্গে নাকি গোপনে সম্পর্ক♑ ছিল বাবিলের, প্রথমে তা প্রকাশ্যে না এলেও বিচ্ছেদের পর সেটি সকলের প্রকাশ্যে আসে। ২০২৪ সালে প্রাক্তন প্রেমিকাকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ চিঠিও লিখেছিলেন তিনি।
বলিপাড়ার সূত🃏্র অনুযায়ী๊, প্রকৃতি পভানি নামের এক নেটপ্রভাবকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি, সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় যে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, সে কথাও পোস্ট করে জানিয়েছিলেন তারকা পুত্র। যদিও কোনও ইন্টারভিউতে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করতে দেখা যায়নি তাঁকে।
কিছুদিন আগেও সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে বাবিল সকলকে অনুরোধ করেছিলেন, প্রত্যুষ দুয়া নামে অজ্ঞাত পরিচয় কাউকে আ🌄নফলো করতে, প্রথমে♎ অনেকেই ভেবেছিলেন বাবিল হয়তো আবার প্রেমে আঘাত পেয়েছেন, যদিও পরে বোঝা যায় এটি ‘লগ আউট’ ছবির প্রচার মাত্র।
তবে বাবিল যে মানসিক চাপ সহ্য করতে পারে💃ন না, তা একাধিকবার প্রকাশ্যে এনেছিলেন বাবিলের মা সুতপা শিকদার। ইরফান একেবারে অন্যরকম এক মানুষ ছিলেন, লড়াই করার ক্ষমতা ছিল ওঁর। বাবিল একেবারেই তা নয়, তাই বারবার ইরফানের সঙ্গে বাবিলের তুলনা না টানার অনুরোধ করতে দেখা যায় ইরফান পত্নী সুতপাকে।
বাবিলের কাজ প্রসঙ্গে
গত তিন বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও তেমন ভাবে সুবিধা করতে পারেননি বাবিল। ২০২১ সালে ‘দ্যা ম্যাট্রেস মান: ইয়ন টু অ্যাকশন’ নামক একটি ইংরেজি🍸 ভাষার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। যদিও𓆏 এর আগে ২০১৭ সালে ইরফান অভিনীত ‘করিব করিব সিঙ্গল’ সিনেমার ক্যামেরা সহকারীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
২০২২ সালে ‘কলা’ নামক একটি হিন্দি ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন ইরফান পুত্র। ২০২৩ সালে ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ ছবিতে জুহি চাওলার সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘দ্যা রেলওয়ে মেন’ সিরিজে কাজ করে লাইমলাইট ছিন✅িয়ে নিয়েছিলেন বাবিল।
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষܫ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কা✅কে কটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summi𒈔t 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?