ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে হাজির হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ৭৭তম বাফটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এ দিন কালো টাক্সেডোর সঙ্গে সাদা শার্ট এবং কালো বো পরেছিলেন বেকহ্যাম। রেড কার্পেটে পৌঁছে পাপারাৎজ্জি দেখে খুশি খুশি পোজও দেন ফুটবল কিংবদন্তি। বেকহ্যামের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: রামচরণের সঙ্গে তেলুগু ছবি করছেন জাহ্নবী, মেয়েকে নিয়ে বড় খবর দিলেন বনি
একটি ছবিতে দেখা গিয়েছে প্রিন্স উইলিয়ামের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করছেন বেকহ্যাম। দেখুন সেই ছবি-