বাংলাদেশের ‘মেগাস্টার’ শাকিব খান 'তুফান' নিয়ে এসেছেন কলকাতায়। ছবির প্রচার উপলক্ষ্যেই তিনি হাজির হয়েছেন তিলোত্তমায়। আর তাঁর ছবির প্রচার মূলক অনুষ্ঠানেই অপু বিশ্বাস ও বুবলিকে নিয়ে উঠল প্রশ্ন।
শাকিবের সঙ্গে তাঁর দুই স্ত্রী বুবলি ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে নানা সময় উঠে এসেছে নানা বিতর্ক। আর এবার কলকাতায় প্রেস কনফারেন্সে তাঁদের নিয়ে প্রশ্ন তুলতেই সাবধানী ব্যবহার শাকিবের। নায়ককে প্রথমে প্রশ্ন করা হয় অপু বিশ্বাস কি ‘তুফান’ দেখেছেন? এর উত্তরে শাকিব কারও নাম না নিয়ে বলেন, 'কারা কারা এখনও ছবিটা দেখেছেন, আমি ঠিক জানি না।' এরপর শাকিবকে প্রশ্ন করা হয় নেতিবাচকতা তাঁর জীবনে কতটা প্রভাব ফেলে? অপু-বুবলির সঙ্গে তাঁকে নিয়ে যে বিতর্ক, তা নিয়ে শাকিবের কী মত? এই প্রশ্ন শুনেই এড়িয়ে যান অভিনেতা। চলে যান অন্য প্রসঙ্গে।
আরও পড়ুন: মধুমিতা নাকি দর্শনা কাকে বেছে নিলেন বিক্রম! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়
সাম্প্রতিক সময় বাংলাদেশি ছবি এই বাংলায় খুব ভাল ব্যবসা করেনি, সেখানে ‘তুফান’ নিয়ে তিনি কতটা আশাবাদী? এই প্রসঙ্গে শাকিব বলতে শুরু করেন। তিনি বলেন, 'এই প্রশ্নগুলো বাঙালীদের করাটাই উচিত না, আমরা বাংলায় বসে অন্যান্য ভাষার ছবি দেখে বলি খুব ভালো হয়েছে। কিন্তু নিজের ভাষার ছবি দেখি না। তা হলে তো নিজেদেরই ছোট করা হয়। ওপার বাংলায় কিন্তু সকলে খুব উৎসাহের সঙ্গে নিজেদের ভাষার সিনেমা হলে দেখেন। সেখানে আমার এ বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তো অনেক বড়, উত্তম কুমারের ইন্ডাস্ট্রি। তা হলে এ বাংলা কেন পিছিয়ে থাকবে? আমি চাই ভালো যে সমস্ত বাংলা সিনেমা হচ্ছে আমাদেরই দেখতে হবে। ওয়ার্ক করছে না, করলে দেখব এভাবে ভাবলে তো আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে এবং তা দেখতেও হবে। ‘জয় বাংলার জয়’। অন্যথায় নিজেরাই একে অপরের চোখে ছোট হয়ে যাব।'
আরও পড়ুন: ওড়ানার পাড়ে লেখা 'দুর্গা-শ্লোক', গায়ে মায়ের গয়না! আর কী কী বিশেষত্ব ছিল রাধিকার মামেরুর সাজে?
ইদ উপলক্ষে গত মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বজুড়ে নানা স্থানে মুক্তি পয়েছে এই ছবি। তবে ভারতে ৫ জুলাই অর্থাৎ শুক্রবার মুক্তি পেল 'তুফান'। শাকিব খান ছাড়াও এই ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা এবং চঞ্চল চৌধুরী।