অ্যাকশন ড্রামা নিয়ে ফের হাজির আফরান নিশো! একেবারে লুকে অন্য লুকে 'দাগি'তে নজর কাড়তে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির টিজার ও মুক্তির দিনক্ষণ।
ছবির টিজারে কী দেখা গিয়েছে?
১ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে একেবারে অ্যাকশন হিরোর লুকে ধরা দিয়েছেন নিশো। গল্পের প্রেক্ষাপট একটি কারাগারের অন্দর থেকে মহানগরের রাজপথে ছড়িয়ে ছিটিয়ে। তার মধ্যে ধোঁয়াশা মাখা আবহে ভারী গলায় নিশোর সংলাপ, ‘আব্বা আমাকে সব সময় বলত, নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বার কর।’ তারপর বহু ভিড় পেরিয়ে ভারী মেজাজে 'নিশান' নিশোর নজরকাড়া এন্টি।
আরও পড়ুন: হোলির আগেই ‘ব্যোম ব্যোম ভোলে’ বলছেন 'সিকন্দর' সলমন, মুগ্ধ অনুরাগীরা
আরও পড়ুন: কিরণের গায়ে হাত তুলতেন? ব্রেকআপ নিয়ে জলঘোলা, সায়ন্তর জবাব, ‘মোটেও মারধর…’
৭৮৬ নম্বর বন্দির পোশাকে 'নিশান'ই ‘দাগি’। সে কখনও রাতের অন্ধকারে শহরের রাজপথে। আবার কখনও প্রেমিকার হাত ধরে কানা গলিতে লক্ষ্যের খোঁজে ছুটে চলেছেন 'নিশান'। আবার কখনও কারাগারের ভিতরই মার খেয়ে লুটিয়ে পড়েছে সে। আবার সেই 'নিশান'ই দৃপ্ত প্রত্যয়ে, নিজের লক্ষ্যের কথা জানাচ্ছেন। সবটা মিলিয়ে একেবারে জমজমাট এই টিজার। নিশো ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন ‘সুরঙ্গ’ খ্যাত অভিনেত্রী তমা মির্জা।
আরও পড়ুন: বিবাহিতকে বিয়ে, ৮ মাসের অন্তঃসত্ত্বা, জামার নীচে বেবিবাম্প লুকিয়ে নাচ এই নায়িকার, বলুন তো কে?
আরও পড়ুন: চুল ঠিক করছেন, আর অন্যদিকে দ্রুত চলছে তাঁর হাত! কাজল যে এত্ত ভালো উল বুনতে পারেন, জানতেন?
এই ছবি প্রতিশোধ ও ভাগ্যের বিরম্বনার গল্প বলবে। বলবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প। এসভিএফ, আলফা-আই এবং চরকি প্রযোজিত, শিহাব শাহীন পরিচালত এই ছবি চলতি বছরের ঈদে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তমা মির্জা এবং আফরান নিশো ছাড়াও টিজারে নজর কেড়েছেন সুনেরাহ বিনত কামাল।
টিজার সম্পর্কে আফরান নিশো বলেন, ‘এই ছবির প্রতিটা ফ্রেমের গভীর অর্থ রয়েছে। টিজারটি ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার একটা ইঙ্গিত মাত্র। এটা এমন একটা গল্প যা দর্শকদের মনে শেষ পর্যন্ত ভাগ্য, পছন্দ এবং পরিণতি নিয়ে প্রশ্ন জাগাবে।’
এটা শিহাব শাহীন পরিচালিত দ্বিতীয় ছবি। ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার সহ আরও অনেকে।