সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। কিছুদিন আগেই এই বলিউড জুটি তাদের ভক্তদের এই সুখবর দিয়েছেন। এবার সিদ্ধার্থ মালহোত্রা এক সাক্ষাৎকারে জানালেন কীভাবে তিনি তাঁর সন্তানকে মানুষ করবেন। কী মূল্যবোধ দেবেন শিশুকে! সিদ্ধার্থ বলেন যে, তিনি তার সন্তানকে বড় করার সময়, রাখবেন নিজের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, সন্তানকে সঠিক মূল্যবোধ দেওয়া নিয়েও বেশ সচেতনাতা প্রকাশ করতে দেখা গেল তাঁকে।
মঙ্গলবার কনটেন্ট ক্রিয়েটর এবং র্যাপার লিলি সিংয়ের পডকাস্টে সিদ্ধার্থ মালহোত্রা তাঁর জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। শীঘ্রই বাবা হতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে তিনি তার সন্তানকে বড় করতে চান।
সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘যখন তোমার ছেলেরা বড় হবে, তখন তাদের উপর নিয়ন্ত্রণ তোমাকে রাখতেই হবে এবং জীবনে যখনই সেই সময় আসবে, সেটা মেয়ে হোক বা ছেলে, এটা আমার অন্যতম কাজ হবে।’ সিদ্ধার্থ আরও জানান যে, তিনি তার সন্তানকে দৃঢ় মূল্যবোধ দিয়ে বড় করতে চান।
২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। আর বিয়ের ৩ বছরের মাথায়, খবর ভাগ করে নেন সন্তান আসার। এটি ছোটদের মোজার ছবি ভাগ করে জানান যে, তাঁরা শীঘ্রই বাবা-মা হতে যাচ্ছেন। সেই পোস্টে লেখা ছিল, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে'। অভিনেতারা কোনও নির্ধারিত তারিখ বা আর কোনও বিবরণ ভাগ করেননি। ভক্তরা এই পোস্টে সিদ্ধার্থ ও কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: ৬৭ বছরে মারা যাবেন সলমন! শাহরুখের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে রোষে জ্যোতিষী, মুখ খুললেন এক অভিনেত্রী
কাজের সূত্রে, কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল গেম চেঞ্জার ছবিতে। সম্প্রতি প্রেগন্যান্সির ঘোষণার পর তিনি ডন ৩ থেকে সরে দাঁড়ান বলেই খবর।