বাংলা নিউজ > বায়োস্কোপ > Road Accident: মর্মান্তিক! বাইক পিষে দিল ফিল্ম নির্মাতাকে, সাহায্য না করে সেলফি, ভিডিয়ো তুলতেই ব্যস্ত পথচারীরা
পরবর্তী খবর
Road Accident: মর্মান্তিক! বাইক পিষে দিল ফিল্ম নির্মাতাকে, সাহায্য না করে সেলফি, ভিডিয়ো তুলতেই ব্যস্ত পথচারীরা
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2023, 10:42 AM ISTRanita Goswami
পীযুষ পাল নামে ওই তথ্যচিত্র নির্মাতার বন্ধুর অভিযোগ, দীর্ঘ আধঘণ্টা পীষুষ দিল্লির রাস্তাতেই পড়েছিলেন। আধঘণ্টা ঘরে রক্তপাত হয়েছে, কেউ তাঁকে উদ্ধারের জন্য আসেননি। পথচারীরা দেখার পরও কেউ সাহায্যের হাত বাড়াননি। উল্টে লোকজন এসে সেলফি তুলতে, ভিডিয়ো রেকর্ড করতে ব্যস্ত থাকেন।
পীযুষ পাল, দুর্ঘটনা
মর্মান্তিক ঘটনা! বাইক পিষে দিল নবাগত, অল্পবয়সী ফিল্ম নির্মাতাকে। দুর্ঘটনাটি ঘটে গত শনিবার, (২৮ অক্টোবর) রাত ১০টা নাগাদ দক্ষিণ দিল্লিতে। পুলিশ জানিয়েছে, মৃত ওই তথ্যচিত্র নির্মাতার নাম পীযূষ পাল। ঘটনার ভিডিয়ো উঠে এসেছে CCTV ভিডিয়োতে। অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘ আধ ঘণ্টা ধরে রাস্তাতেই পড়ে ছিলেন বছর ৩০-এর ওই ফিল্ম নির্মাতা।
CCTV ভিডিওটিতে দেখা যাচ্ছে, দিল্লির পঞ্চশীল এনক্লেভের কাছে একটি ব্যস্ত রাস্তায় ওই চলচ্চিত্র নির্মাতা মোটরবাইক নিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলেন। আর তখনই তাঁর পিছন থেকে আসা আরও একটি বাইক পীযুষ পালের বাইককে ধাক্কা মারে। দুটি বাইকের সংঘর্ষে পিযুষ পালের মোটরবাইকটি ছিটকে পড়ে যায় এবং কয়েক মিটার রাস্তার উপর টেনে নিয়ে যেতে দেখা যায়।
পীযুষ পাল নামে ওই তথ্যচিত্র নির্মাতার বন্ধুর অভিযোগ, দীর্ঘ আধঘণ্টা পীষুষ দিল্লির রাস্তাতেই পড়েছিলেন। আধঘণ্টা ঘরে রক্তপাত হয়েছে, কেউ তাঁকে উদ্ধারের জন্য আসেননি। পথচারীরা দেখার পরও কেউ সাহায্যের হাত বাড়াননি। উল্টে লোকজন এসে সেলফি তুলতে, ভিডিয়ো রেকর্ড করতে ব্যস্ত থাকেন। এমনকি পীযুষ পালের মোবাইল ফোন ও গো-প্রো ক্যামেরাও চুরি হয়েছে বলে জানান তিনি।