অভিনেতা দেবলীনা ভট্টাচার্য হিন্দু ব্রাহ্মণ হয়ে একজন মুসলিমকে বিয়ে করা নিয়ে কম কটাক্ষ হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনবরত ট্রোল হয়েছিলেন গোপী বহু। দিনকয়েক আগে তিনি জানিয়েছিলেন স্বামী শানওয়াজ শেখের সঙ্গে বসে একসঙ্গে তাঁরা ‘দ্য কেরালা স্টোরি’ দেখেছেন। এরপর টুইটারে একজন তাঁকে ‘লাভ জিহাদ’ তুলে খোঁটা দেয়। আর তার জবাবে অভিনেত্রী তাঁর স্বামীকে ‘প্রকৃত ভারতীয় মুসলমান’ বলে অভিহিত করেছেনꦆ।
নিজের জিম পার্টানারকে বিয়ে করেন দেবলীনা ১৪ ডিসেম্বর। বিয়েটা কাউকে না জানিয়েই করেছিলেন, তারপর প্রকাশ্যে আনেন ছবি। আরও পড়ুন: লন্ডনের ক্লাবে ওরির সঙ্গে নিসা!💃 আলো-আঁধারির নেশা ধরানো পরিবেশে কাজল-অজ𒐪য় কন্যা
ডানপন্থী নেতা সাধ্বী প্রাচি উত্তরাখণ্ডের হরিদ্বারে ‘দ্য কেরালা স্টোরি’র স্ক্রিনিংয়ের ছবি পোস্ট করেছিলেন🐻। তিনি লি🎀খেছেন, ‘দ্য কেরালা স্টোরি হরিদ্বারের মেয়েদের বিনামূল্যে দেখানো হয়েছিল’। মন্তব্য বিভাগে কেউ দেবলীনা আর তাঁর স্বামী শানওয়াজ শেখ-কে ট্যাগ করে। সেই গুগল ব্যবহারকারী মন্তব্য করেন, যা গুগল অনুবাদ অনুসারে ‘লাভ জিহাদ এমনই’।
এর জবাবে দেবলীনা ভট্টাচার্য টুইট করেছেন, ‘ফিল্ম স্ক্রিনিংয়ে আমাকে আমন্ত্র💟ণ জানানোর দরকার ছিল না কারণ আমি এবং আমার স্বামী এটি ইতিমধ্যেই দেখেছি এবং আমরা দুজনেই এটি খুব পছন্দ করেছি। আপনি কী শুনেছেন? একজন সত্যিকারের ভারতীয় মুসলমান সম্পর্কে? আমার স্বামী তাদের মধ্যে একজন যিনি অন্যায় জিনিসের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন এবং আমাদের দুজনেরই সে সাহস আছে।’
এর আগে একটি প্রতিবেদಌনের প্রতিক্রিয়া জানিয়েছিলেন গোপী বহু, যেখানে বাল হয়েছিল একজন মহিলা ‘দ্য কেরালা স্টোরি’ দেখে প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছেন। আর তাতে দেবলীনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এটা সবসময় এমন হয় না। আমার স্বামী একজ𝓀ন মুসলিম এবং আমার সাথে সিনেমাটি দেখতে এসেছিলেন এবং তিনি এটির প্রশংসা করেছিলেন। তিনি এটিকে অপরাধ হিসেবে নেননি বা তিনি মনে করেননি এটি তার ধর্মের অপরিপন্থী। এবং আমি মনে করি প্রত্যেক ভারতীয়র এমনই হওয়া উচিত।’
প্রসঙ্গত, ইতিমধ্যে✱ই দ্য কেরালা স্টোরি পেরিয়ে গিয়েছে ১০০ কোটির ঘর। খুব জলদিই হয়তো ১৫০ কোটিতে পা রাখবে ছবিখানা। সিনেমার বানিজ্য বিশ্লেষকদের আশা ছবি 🐼২০০ কোটির ব্যবসা করবেই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )