বাগদেবীর আরাধনায় ব্যস্ত গোটা দেশ। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকের বাড়িতেও চলছে মা সরস্বতীর পুজো। প্রত্যেক বছরের মতো এবারও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে আয়োজিত হয়েছিল সরস্বতী আরাধনা। সেখানেই মা স্বপ্না রায় ও মেয়ে সানাকে নিয়ে হাজির হয়েছিলেন ডোনা।
নাচের স্কুলে বাগদেবীর আরাধনার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌরভ পত্নী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিন ডোনা পরেছিলেন সাদা শাড়ি-ব্লাউজ, আর তাঁর মা স্বপ্না রায়ের গায়ে ছিল বাসন্তী রঙের চাদর। আর সানা পরেছিলেন সোনালি রঙের সালোয়ার কামিজ। ছবিটি পোস্ট করে ডোনা লেখেন, ‘With Maa and Sana’(মা ও সানার সঙ্গে)। তাঁর এই ছবিতেই দেখা গিয়েছে স্কুলের সরস্বতী মূর্তিটিও। আরও একটা ছবিতে আলাদা করে হলুদ রঙের শাড়ি পরানো নাচের স্কুলের সরস্বতী মূর্তিটির ছবিও পোস্ট করেছেন ডোনা। সেই মূর্তির চারপাশে সুন্দর করে দেওয়া আলপনার ছবিও ফুটে উঠেছে।