1 মিনিটে পড়ুন Updated: 20 Dec 2023, 03:40 PM ISTSubhasmita Kanji
Dunki India Advance Booking: ইতিমধ্যেই শাহরুখ খানের ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। ভারতে এই ছবিটি মুক্তির আগে এখনও পর্যন্ত কত আয় করল?
মুক্তির আগেই প্রথমদিনের অ্যাডভান্স বুকিংয়ে ১০.৩৯ কোটি আয় ডাঙ্কির
এখনও মুক্তি পায়নি ডাঙ্কি তার আগে থরহরি কম্পনে কাঁপছে গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাহরুখের ছবির অ্যাডভান্স টিকিট বিক্রির সংখ্যা। মুক্তির আগেই রীতিমত প্রবল বিক্রমে বক্স অফিসে এন্ট্রি নিল শাহরুখের ছবি। প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ে নজর কাড়ল এই ছবি।
ডাঙ্কি অ্যাডভান্স বুকিং
এখনও পর্যন্ত প্রথমদিনের জন্য ভারতীয় বক্স অফিসে ডাঙ্কির অ্যাডভান্স টিকিট বুকিং থেকে আয় হিয়েক্র ১০.৩৯ কোটি টাকা, যা মোটেই মন্দ নয়। এখনও পর্যন্ত দেশজুড়ে ডাঙ্কির মোট ১২,৭২০ টি শো দেখানো হবে বলে ঠিক করা হয়েছে। টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি। আর গড়ে যদি টিকিটের মূল্য ২৬৩ টাকা ধরা হয় তাহলেই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত এই ছবিটি বক্স অফিস ঠিক কতটা আয় করেছে।
সব থেকে বেশি বুকিং হয়েছে অন্ধ্র প্রদেশে। প্রথমদিনের জন্য ডাঙ্কির যত টিকিট বিক্রি হয়েছে তার মধ্যে ১৬.৯৭ লাখ টাকার টিকিট এখান থেকেই বিক্রি হয়েছে। ৩৯টা শোয়ের মধ্যে এখানকার ২৭টি শো দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে। এরপর আছে অসম এবং বিহার। সেখানে যথাক্রমে ১৯.৯২ লাখ এবং ১৪.২ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে প্রথমদিনের জন্য। গুজরাট এবং মহারাষ্ট্রেও বিপুল পরিমান টিকিট বিক্রি হয়েছে। মহারাষ্ট্রে ৪.৮৫ কোটির টিকিট বিক্রি হয়েছে। অন্যদিক গুজরাটে ৪০.৫ লাখের টিকিট বিক্রি হয়েছে ডাঙ্কির।
বিদেশের মাটিতে সালার ছবির অ্যাডভান্স বুকিংকে ছাপিয়ে গেছে শাহরুখের ডাঙ্কি। ফলে দেশ, বিদ্বেষ সবটা মিলিয়ে এখনও পর্যন্ত মুক্তির আগেই প্রথম দিনে ডাঙ্কি অ্যাডভান্স বুকিং থেকে ১৫ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে।
ডাঙ্কি প্রসঙ্গে
ডাঙ্কি ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান এবং রাজকুমার হিরানি। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ভিকি কৌশল, বোমান ইরানি, তাপসী পান্নু প্রমুখ। এখানে হার্ডি এবং তাঁর বন্ধুদের কথা দেখানো হবে যাঁরা বেআইনি ভাবে বিদেশে গিয়ে সুন্দর ভবিষৎ গড়তে চায়। তারপর তাঁদের সঙ্গে কী হয় সেটাই উঠে আসবে গল্পে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ডাঙ্কি।