OTT এর যুগ এখন। সিনেমা থেকে সিরিজ সবই এখন মুঠোফোনেই বন্দি। আর এমন সময় দাঁড়িয়ে এসকে মুভিজের তরফে জানানো হল তাঁরা বড় পর্দার জন্য একটা দꦇুটো নয়। ১৮টি ছবি নিয়ে আসতে চলেছে। তাও মাত্র এক বছরেই। কী জানা গেল এই প্রসঙ্গে?
কী জানানো হল এসকে মুভিজের তরফে?
সদ্যই ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের তরফে একটি নতুন OTT প্ল্যাটফর্ম নিয়ে আসা হয়েছে। ঘোষ꧟ণা করা হয়েছে একগুচ্ছ নতুন সিরিজ। এছাড়াও জানা গিয়েছে হইচই, ক্লিক, আড্ডা টাইমস, এবং সদ্য লঞ্চ হওয়া ফ্রাইডেকে কড়া টক্কর দিতে আরও একাধিক বাংলা OTT প্ল্যাটফর্ম আসতে চলেছে। আর সেই দলেই নাকি থাকতে এসকে মুভিজও। কিন্তু এই বিষয়ে জল্পনা উড়িয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা জানিয়েছে๊ন তাঁরা মোটেই আপাতত কোনও OTT প্ল্যাটফর্ম আনছেন।
অশোক ধানুকা জানিয়েছেন, 'আমাদের প্রযোজনা সংস্থার তরফে OTT প্ল্যাটফর্ম আনার বদলে এবার ১৮টি ছবি নিয়ে🎃 আসা হতে চলেছে।' তিনি জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।
কবে থেকে মুক্তি পাবে এই ছবি? থাকবেন কেমন ছবি?
জানা গিয়েছে এই বছর শীতের সময় থেকে ২০২৫ সাল জুড়ে এসকে মুভিজ এই ১৮টি ছবি নিয়ে আসবে। তবে এই বছর পুজোর সময় তাঁদের কোনও ছবি আসবে না। এই ১৮টি ছবির মধ্যে বিভিন্ন ধারার গল্প থাকবে। তাহলবেন রহস্য গল্প, থাকবে থ্রিলার, থাকবে সম্পর্কের গল্প। বাদ যাবে না পারিবারিক গল্পও। জানা গিয়েছে এর মধ্যে একাধিক ছবিরই শ্যুটিং, ডাবিং সবই হয়ে গিয়েছে। খালি মুক্তির অপেক্ষায় রয়েছে এই꧙ ছবিগুলো।
একসঙ্গে তাঁরা এতগুলো ছবি আনছেন, ব্যবসা নিয়ে 🅘কী ভাবছেন অশোক ধানুকা? এই প্রসঙ্গে তাঁর সাফ উত্তর দর্শক ভালো গল্প হলে দেখতে চায়। এবং দেখেই। তাই তাঁর অনুমান তাঁরা যে ছবিগুলোর প্রযোজনা করছেন বা করꩲেছেন সেগুলো দর্শকরা দেখবেন এবং তাঁদের ভালো লাগবে