গত ৫ ফেব্রুয়ারি ৪৯ তম জন্মদিন পালন করলেন অভিষেক বচ্চন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কে🙈ক কাটলেন তিনি। উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, জয়া বচ্চন সহ আরও অনেকে। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ফারাহ খান এবং অন্যান্যরা।
সোশ্যাল মিডিয়ায় অভিষেকের জন্মদিন উপলক্ষে বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে, যার মধ্যে একটিতে দেখা🅺 গেছে ফারাহ অভিষেককে শক্ত করে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন গালে। কেক কাটার সময় অভিষেককে জড়িয়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন পরিচালক। আচমকা এত ভালবাসা পেয়ে স্তম্ভিত অভিষেক কিছুক্ষণের জন্য চুপ করে যান।
আরও পডুন: ‘ইউটিউবে যদি মুক🌠্তি পেত..’, লাভিয়াপ্পা মুক্তির আগে কেন এম🍸ন কথা বললেন জুনায়েদ?
আরও পডুন: শাহরুখের সঙ্গে কাজ 𝔍করার স্বপ্নভঙ্গ ಌহয়েছিল আমিশার! কেন?
অভিষেককে চুমুতে ভরিয়ে দেওয়ার ভিডিয়োটি নিজেই পোস্ট করেন ফারাহ। ক্যাপশনে তিনি লেখেন, আজকে অভিষেকের জন্মদিন। আমার সন্তান। ওকে অনেক অনেক বেশি ভালোবাসꦫা। ও ভান কꩵরে ও একদম এটা পছন্দ করে না কিন্তু আসলে ও এটা ভালোবাসে।
প্রসঙ্ღগত, ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। ২০১৪ সালের মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কমেডি এই সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, সোনু সুদ, বোমান ইরানি, বিভান শাহ আরও অনেকে। সিনেমায় অভিষেকের ডবল রোল ছিল।
আরও পডুন: শাহিদ নয়, বিবাহে কাজ করার কথা ছিল সলমনে🎃র! শেষ পর্যন্ত কেন বদলায় নায়ক?
উল্লেখ্য, গত বছর সুজিত সরকার পরিচালিত 'আই ওয়ান্🧸ট টু টক সিনেমায় শেষ অভিনয় করেছিলেন অভিষেক। ছবিতে একজন ক্যানসার রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অর্জুন সেন নামক এমন একটি চরিত্রের অভিষেক অভিনয় করেছিলেন, যিনি মারণ রোগে আক্রান্ত হলেও শেষ পর্যন্ত বেঁচে যান এবং তܫিনি মনের কথা খুলে বলেন সকলকে। বড় পর্দায় মুক্তি পাওয়ার পাশাপাশি এটি বর্তমানে amazon prime video - এ দেখতে পাবেন আপনি।