বলিপাড়ার নামী দামি ব্যক্তিত্বদের বাড়ি ঘুরিয়ে নানান ভিডিয়ো বানাচ্ছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। সম্প্রতি তিন নিজের কুক (রাঁধুনি) দিলীককে সঙ্গে নিয়ে ঢুকে পড়েছিলেন প্রযোজক বনি কাপুরের বাড়িতে। নিজের ইউটিউব চ্যানেলে বনির ৬৫ কোটির বাংলো ঘুরিয়ে দেখিয়েছেন ফারহা।
ফারাহ খান বনি কাপুরের যে বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন বর্তমানে তিনি সেখানে দুই মেয়ে খুশি কাপুর ও জাহ্নবী কাপুরের সঙ্গে থাকেন। মুম্বইয়ের সেই বিলাসবহুল বাড়িতে ফারহার সঙ্গে ঘুরে বেড়াতে বেড়াতে শুধুই অবাক হতে থাকেন তাঁর কুক। বাড়ির নানান সাজ-সজ্জা দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।
৮,৬৬৯ বর্গফুট আয়তনের বনি কাপুরের এই বাংলো বাড়িতে রয়েছে পাঁচটি গাড়ি পার্কিং। মুম্বইয়ের পালি হিলের কাছে রয়েছে বনির এই বাংলো। এটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। প্রথম ও দ্বিতীয়, বাড়ির প্রতিটি তলায় রয়েছে তার নিজস্ব চরিত্র। বাড়ির নানান সাজসজ্জা শুধুই অবাক করার মতোই বটে!। চলুন ঘুরে দেখা যাক বনি কাপুরের বাড়ি…।