বাংলা নিউজ > বায়োস্কোপ > শাহরুখের সঙ্গে ফারহা ছবি করলেই তাঁকে নাকি একটি করে গাড়ি উপহার দেন বাদশা! যা বললেন পরিচালক
পরবর্তী খবর
শাহরুখের সঙ্গে ফারহা ছবি করলেই তাঁকে নাকি একটি করে গাড়ি উপহার দেন বাদশা! যা বললেন পরিচালক
1 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2025, 10:26 AM ISTSayani Rana
ফারহা খানের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ তা বলে বোঝানোর মতো নয়। শাহরুখই ছিলেন ফারহার প্রথম ছবি 'ম্যা হুঁ না'-এর নায়ক। তবে এবার এই শাহরুখেরই এক অদ্ভুত অভ্যাসের কথা ভাগ করে নিয়েছেন ফারহা। জানিয়েছেন প্রতিবার কাজ করার পর নাকি নায়ক তাঁকে একটি করে গাড়ি উপহার দেন।
শাহরুখের সঙ্গে ফারহা ছবি করলেই তাঁকে নাকি একটি করে গাড়ি উপহার দেন নায়ক!
ফারহার সঙ্গে শাহরুখের সম্পর্ক দীর্ঘ দিনের। ফারহা খানের সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ তা বলে বোঝানোর মতো নয়। শাহরুখই ছিলেন ফারহার প্রথম ছবি 'ম্যা হুঁ না'-এর নায়ক। তবে এবার এই শাহরুখেরই এক অদ্ভুত অভ্যাসের কথা ভাগ করে নিয়েছেন ফারহা। জানিয়েছেন প্রতিবার কাজ করার পর নাকি নায়ক তাঁকে একটি করে গাড়ি উপহার দেন।
ফারাহ এবং শাহরুখের বন্ধুত্ব এবং পেশাদার অংশীদারিত্বের ফল ‘ওম শান্তি ওম’ এবং ‘ম্যা হুঁ না’- এর মতো সব ব্লকবাস্টার ছবি। কিন্তু সেই ফারহাকেই নাকি এক একটা ছবির পর গাড়ি উপহার দেন বাদশা! বেশ কিছুদিন হল ফারহা তাঁর ইউটিউব চ্যানেলে একটি নতুন শো শুরু কয়েছেন। এই শোয়ে ফারহা এক একজন তারকার বাড়ি যান, বা তারকারা তাঁর বাড়িতে আসেন। আর তারপর তাঁরা একসঙ্গে নতুন নতুন সব রেসিপি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। আর এবার ফারহার বাড়িতে এলেন অর্চনা পুরান সিং এবং তাঁর স্বামী পারমিত শেট্টি। তাঁদের সঙ্গে নানা মজার কথোপকথনের মধ্যেই ফারহা এই কথা ভাগ করে নেন।
ফারহার বাড়িতে একটা হট সুইমিং পুল রয়েছে। তাছাড়া তাঁর ট্রিপলেক্স বাড়িটি বেশ বিলাসবহুল। তাই তাঁর বাড়ি দেখে অর্চনার বর পরমিত মজা করে ফারহাকে জিজ্ঞাসা করেছিলেন তাঁকে অক্ষয় কুমার বাড়িটি উপহার হিসেবে দিয়েছেন কিনা? কৌতুকপূর্ণ ভাবে পরমিত বলেন, ‘অক্ষয় কি আপনাকে এটি উপহার দিয়েছেন?’ ফারহা তখন হেসে উত্তর দেন, ‘যদি দিতেন তাহলে খুবই ভালো হত।’
অর্চনা তখন ফারাহকে সেলিব্রিটির কাছ থেকে পাওয়া সবচেয়ে অসামান্য উপহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হাসিমুখে ফারহা বলেন, ‘শাহরুখ খান প্রতি ছবির পর আমাকে একটি গাড়ি দেন।’ অর্চনা হেসে জবাব দেন, ‘তবে শীঘ্রই তোমার ওঁর সঙ্গে একটা ছবি করা উচিত!’ ফারহা বলেন, ‘হ্যাঁ, আমার অবশ্যই এখন একটা ছবি করা উচিত, একটা নতুন গাড়ি নেওয়ার সময় এসে গিয়েছে!’
তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা শিরীষ কুন্দরের কাছ থেকে সেরা উপহার কী পেয়েছেন ফারহা? এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘আমার তিন সন্তান, ওঁরাই আমার জন্য সেরা উপহার।’ তিনি তখন মজা করে বলেন, 'এখন, ওঁদের কলেজে পাঠানোর সময় আসছে তার ফিও বকেয়া!' তিনি আরও জানান যে তার ইউটিউব চ্যানেল শুরু করার পিছনে সন্তানদের পড়াশোনা খরচও একটা বড় কারণ।