মালাইকা আরোরা-র সঙ্গে বিচ্ছেদের পর মডেল-ডান্সার জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গেও সম্পর্ক ভেঙেছে আরবাজ খানের। আপাতত রিꦕপোর্ট বলছে, সলমনরা তিন ভাই-ই নাকি এখন সিঙ্গেল। সম্প্রতি জর্জিয়াকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় মালাইকাকে নিয়ে। জানতে চাওয়া হয়, তাঁর আর আরবাজের সম্পর্ক ভাঙার জন্য কি কোনওভাবে দায়ি প্রাক্তন মালাইকা?
আরবাজের প্রসঙ্গে ওঠায় জর্জিয়া বলেন, ‘এই মুহুর্তে, আমরা খুব ভ🎐াল বন্ধু। আমরা সবসময়ই খুব ভাল বন্ধু থাকব। একটা সময়ে আমরা বন্ধুর চেয়ে বেশি ছিলাম। আমরা সবসময়ই খুব ঘনিষ্ঠ ছিলাম একেঅপরের, অনেক মজার মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে।...আমার মনে হয় শুরু থেকেই আমরা দুজনেই জানতাম যে এটা চিরকাল স্থায়ী হবে না। কারণ আমরা খুব আলাদা, আমরা দুজনেই তা বুঝতাম। কিন্তু আমাদের দুজনেরই তা স্বীকার করার সাহস ছিল না।’
মালাইকার সঙ্গে আরবাজের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জর্জিয়া বলেন, ‘এটি আমাদের সম্পর্কের সমীকরণকে কোনওভাবেই প্রভাবিত করেনি। মালাইকার (অরোরা) সঙ্গে তার যে সম্পর্ক ছিল তা সত্যিই কোনওদিন তাঁর সঙ্গে আমার সম্পর্কের পথে আসেনি। ওটা আমি ওর জীবনে আসার আগেই শেষ হয়ে গিয়েছিল𓆉। হিসেব মতো দুই বছর আগে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল এক বছর, দেড় বছর মতো আগে।’ জর্জিয়া আরও ജজানান যে. তিনি এবং আরবাজ যৌথভাবেই নেন বিচ্ছেদের সিদ্ধান্ত। সঙ্গে বলেন, আরবাজের জন্য তাঁর মনে ‘সব সময় অনুভূতি থাকবে।’
২০১৭ সালে আলাদা হয়ে যান আরবাজ ও মালাইকা। প্রথম বিয়ে ভাঙার পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। আরবাজকেও একাধিক জায়গায় দেখা যেত জর্জিয়ার সঙ্গে। বিচ্ছেদ হল♚েও, ছেলে আরহান খানকে মানুষ করার ভার একসঙ্গে নিয়েছেন তাঁরা।
আরবাজ এবং জর্জিয়া বিশেষ করে খবরে থাকতেন তাঁদের সম্পর্কে থাকা ২০ বছরের ব্যবধানের কারꦓণে। যা নিয়ে মুখও খুলেছিলেন সলমনের বড় ভাই। সিদ্ধার্থ কাননকে বলেছিলেন, ‘আমাদের মধ্যে বয়সের বিশাল পার্থক্য রয়েছে, কিন্তু আমরা কেউই তা অনুভব করিনি। আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করি, 'সত্যি?' যখন আপনি একটি সম্পর্কে জড়ান, তখন প্রাথমিকভাবে আপনি খুব বেশি সামনের দিকে তাকান না। তবে আপনি যত বেশি সময় সেই সম্পর্কে থাকবেন, মনে হতে থাকবে আরও প্রশ্ন রয়েছে যার উত্তর দেওয়া দরকার… আমরাও আমাদের সম্পর্🧸কের সেই পর্যায়ে রয়েছি যেখানে ভাবছি কীভাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।…’