'হিন্দু ব্রাহ্মণ হয়ে একজন মুসলিমকে বিয়ে!' নেটপাড়ায় এধরনের কথা প্রায় দিনই শুনতে হয়েছে 'গোপী বহু' দেবলীনা ভট্টাচার্যকে। তবে ট্রোলাররা যাই বলুন না কেন, এসবে কান দিতে নারাজ দেবলীনা। তিনি বারব🌜ার বুঝিয়ে দিয়েছেন, স্বামী শানওয়াজ শেখের সঙ্গে সুখেই দাম্পত্য জীবন কাটছে তাঁর। এদিকে এবছর বিয়ের পর দ্বিতীয় ইদ সেলিব্রেট করছেন দেবলীনা।
স্বামীর সঙ্গে কেমন কাটছে 'গোপী বহু' দেবলীনার ইদ?
এবিষয়ে দেবলীনা ভট্টচার্য জানান, ‘যেহেতু ইদ-এর এꦏই দিনটা আনন্দদায়ক এবং অত্যন্ত পবিত্র, তাই আমরা রমজান মাসে একে অপরকে শুভেচ্ছা জানাতে, আশীর্বাদ নিতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গোটা পরিবার একত্রিত হই। এই বিশেষ দিনে আমি আমার শাশুড়িমা এবং স্বামীর থেকে ইদী (উপহারের রীতি) পাই। যাকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ মিশে থাকে।’
ইদের দিন স্বামীর সঙ্গে সেজেগুজে মুম্বইয়ের বাড়ি থেকে ছবিও পোস্ট কꦦরেন দেবলীনা। তাতে দেবলীনাকে গোলাপি রঙের গর্জাস সালোয়ার কামিজে আর তাঁর স্বামী শানওয়াজ শেখকে সাদা আফগানি পাঞ্জাবিতে দেখা যায়।
আরও পড়ুন-'এবার ইদে কিছুই হচ্ছে না, মন খুবই খারাপ', কারণ 𝔍জানালেন বাংলাদেশের নুসরা🦹ত
দেবলীনা বলেন, ‘ঈদ-উল-ফিতর💝 হল আনন্দ, কৃতজ্ঞতা এবং একত্রিত হওয়ার উৎসব। যেটা আমরা আমাদের পরিবার এবং সম্প্রদায়ের সঙ্গে একত্রিত হয়ে উদযাপন করি। আশীর্বাদ ও শুভেচ্ছা ভাগাভাগি করে নি৷ আর আমার জন্য, ইদ হল বাকি সবকিছু থেকে বিরতি নিয়ে পরিবারের প্রতি ফোকাস করার সময়৷ আমার পরিবার এবং আমার প্রিয়জনরা ভোজনরসিক, তাই আমি এইদিন সত্যিই সুস্বাদু খাবারের জন্য প্রতীক্ষা করে থাকি।’
ইদের সাজ প্রসঙ্গে দেবলীনা বলেন, ‘আমার কাছে ইদের সাজ মানে এক্কেবারেই ন্যাচারাল মেকআপ। এদিন ত্বক, ঠোঁট, চোখ, স꧟বই উজ্জ্বল রাখতে হবে। তবে অবশ্যই নো-মেকআপ লুক থাকবে। তবে হ্য়াঁ, চুলের স্টাইল আর মেহেন্দি অবশ্যই মাস্ট।’
প্রসঙ্গত, ২০২২-এর ১৪ ডিসেম্বর নিজের༺ জিম পার্টানারকে বিয়ে করেন 'গোপী বহু' খ্যাত বাঙালি কন্যে দেবলীনা ভট্টাচার্য। এই বিয়ের খবর সামনে আসার পর থেকেই এটাকে 'লাভ জিহাদ' বলে কটাক্ষ করতে থাকেন অনেকে। দেবলীনাকে ধর্মান্তরিত হতে হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। তবে এবিষয়ে অভিনেত্রী সাফ জানিয়েছিলেন, তিনি কোনওভাবেই ধর্মান্তরিত হনন, নাম, পদবী কিছুই বদলাননি। এবিষয়ে তাঁর স্বামী কিংবা তাঁর পরিবার তাঁকে জোরও করেনি। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাঁরা বিয়ে করেছেন বলে জানিয়েছিলেন দেবলীনা।