সম্প্রতি জনপ্রিয় একটি বুটিকের তরফে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের মা তথা স্বনামধন্য নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষের নাচের একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে ইমন চক্রবর্তীর একটি গানে নাচছেন তিনি। সেই ভিডিয়ো শেয়ার করে এদিন মুগ্ধতা প্রকাশ করলেন গায়িকা।
আরও পড়ুন : 'সিলবেল্ট বেঁধে নিন', দেবের সঙ্গে ছবি দেওয়ার পরই ফের ইঙ্গিতবহ বার্তা রাণার! ধূমকেতুর মুক্তির দিন জানালেন?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ইমনের গাওয়া জনপ্রিয় লোকগান সোহাগ চাঁদে নাচছেন পূর্ণিমা ঘোষ। গোটা মঞ্চ দাপিয়ে, এক্সপ্রেশন দিয়ে ৮৩ বছর বয়সেও যেভাবে নাচলেন তিনি তাতে মুগ্ধ সকলে। এই ভিডিয়ো পোস্ট করে জানানো হয়, সদ্যই হিপ রিপ্লেসমেন্ট হয়েছে পূর্ণিমা ঘোষের। সেখান থেকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই শহরের একটি ইভেন্টে তিনি তাঁর দুই মেয়ে চান্দ্রেয়ী এবং ঐন্দ্রিলার সঙ্গে র্যাম্প ওয়াক করেন। তারপরই এদিন তাঁকে নাচতেও দেখা যায়।
এই ভিডিয়ো এদিন শেয়ার করেন ইমন চক্রবর্তী। তিনি মুগ্ধতা প্রকাশ করে লেখেন, 'কী সুন্দর! চান্দ্রেয়ী আন্টিকে আমার প্রণাম জানাস।' কেবল ইমন নন। তাঁর পোস্টে পূর্ণিমা ঘোষের এই দুর্দান্ত পারফর্মেন্স দেখে মুদ্ধতা প্রকাশ করেছেন অনেকেই।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'অপূর্ব। অপূর্ব অভিব্যক্তি! ভাবাই যায় না। অসম্ভব জীবনীশক্তি এবং অবশ্যই শিক্ষনীয়।' আরেকজন লেখেন, 'কে বলে বয়স তোমার পেরিয়ে গেছে আশি ? একই রকম graceful রয়ে গেলেন' কেউ আবার লেখেন, 'অসাধারণ। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই এই বয়সে এত সুন্দর নৃত্য পরিবেশনা, বাকরুদ্ধ! আপনি খুব ভালো থাকুন, প্রণাম ও শ্রদ্ধা জানাই।'
আরও পড়ুন : সা রে গা মা পা -এই বাংলায় পরিচিতি এনে দিয়েছে অন্তরাকে! বললেন, 'অনেকে বিশ্বাস করেন না বাংলা গান গাইতে পারি'
আরও পড়ুন : সা রে গা মা পা -র দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ! জানেন দেয়াশিনী - অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?