অবশেষে হাজির সেই কাঙ্ঘিত দিন। আজ সামনে আসবে ইন্ডিয়ান আইডলের ১২ নম্বর সিজনের বিজয়ীর নাম। সেমি-ফাইনাল পর্বে নো-এলিমিꦕনেশনের সাক্ষী থেকেছে দর্শক। পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে-ছয় প্রতিযোগিকেই দেখা যাচ্ছে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে।
আজ দুপুর ১২টায় সোনি টিভিতে শুরু হয়েছে এই গ্র্যান্ড ফিনালের সম্প্রচার, চলবে রাত ১২টা পর্যন্ত। টেলিভি🧔শনের পাশাপাশি সোনি লিভ অ্যাপেও দেখা যাবে ইন্ডিয়ান আইডল ১২-এর গ্র্যান্ড ফিনালে।
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের শুরুতেই ইন্ডিয়ান আর্মি-কে কুর্নিশ জানালো প্রতিযোগিরা। এদিন একঝাঁক অতিথি হাজির হচ্ছেন অনুষ্ঠানের মঞ্চে। থাকবেন, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরশাহ’র কাস্ট সিদ্ধার্থ-কিয়ারা জুটি। পৌঁছাবেন ৯০-এর দশকের ম্যাজিক্যাল গায়ক কুমার শানু,🔯 অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ।
এদিন বাবার উদ্দেশে ইমোশ্যানাল ট্রিউবিট দিতে দেখা গেল আদিত্য নারায়ণকে। উদিতের উদ্দেশে ‘তু মেরা দিল তু মেরা জান’ ꦛগেয়ে শোনালেন আদিত্য।
এদিন দেশভক্তির গান ইন্ডিয়ান আইডলের🍎 মঞ্চে পেশ করলেন বিচারক হিমেশ রেশমিয়া। ‘দিল দিয়া হ্যায়….জান ভি দেঙ্গে’ গেয়ে শোনালেন হিমেশ রেশমিয়া। এদিন গোটা টিমের তরফে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ไদেওয়া হচ্ছে কার্গিল যুদ্ধের শহীদ ক্যাপ্টেন বিক্রম বত্রাকে। এদিন তাঁর বাবা-মা'ও হাজির রয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে।
চলতি সিজ♕নের মঞ্চে এই মুহূর্তে বিচারকের আসনে রয়েছেন সোনু কক্কর, হিমেশ রেশমিয়া এবং অনু মালিক। কার হাতে উঠবে ইন্ডিয়ান আইডলের ট্রফি? সেই ♏প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে সকলকে। বনগাঁ-র মেয়ে অরুণিতার হাতে উঠুক ইন্ডিয়ান আইডলের ট্রফি প্রার্থনা বাংলার।