বলিউডে স্পাই ফিল্মের জনপ্রিয়তা তৈরি হয়েছে বহুদিন ধরেই। আর তাই নামী তারকাদের হাত ধরে একের পর এক গুপ্তচর বৃত্তি ও সেই দুনিয়াকে তুলে ধরছে একাধিক নামী প্রযোজনা সংস্থা। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার স্পাই ফিল্ম হল 'পাঠান' ‘ওয়ার’। আর এবার আদিত্য চোপড়া আনতে চলেছেಌন 'পাঠান-২' ও 'ওয়ার ২'। এখবর যদিও পুরনো। এখন জানা যাচ্ছে, এই দুই ছবির চিত্রনাট্যে নাকি বড়সড় বদল ঘটতে চলেছে।
'প🐈াঠান' ও 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির মূল বিষয়ই হল 'র' ও ‘আইএসআই’। বৃহত্তর স্বার্থে ভারত ও পাকিস্তানের এই দুই গুপ্তচর সংস্থা একসঙ্গে কাজ করেছে এমনটাই দেখানো হয়েছিল ছবিগুলোতে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সম্ꦏপর্ক তলানিতে ঠেকেছে। আর তাই তাঁদের ছবির চিত্রনাট্যে বদল আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আদিত্য চোপড়া। সম্প্রতি বলিউড সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পাঠান-২ ওয়ার-২ র সঙ্গে বদলাচ্ছে আলফা-র চিত্রনাট্য।
আরও পড়ুন-বৃন্দাবন থেকে ফিরেই অনুষ্কജার বাড়িতে বিরাট, দিদা ভাইকে আদর করতেই কী করল ছোট্ট ভামিকা?
ইতিমধ্যেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনকে 'পাঠান-২'র চিত্রনাট্য নতুন ꦰকরে লিখতে বলা হয়েছে বলে খবর। এদিকে সমস্যা মূলত বಞেঁধেছে ওয়ার-২ নিয়ে। তবে ছবির যে অংশগুলি নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেগুলি নিয়ে নতুনভাবে ভাবনাচিন্তা শুরু করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। শেষমুহূর্তে বদলে সেই ছবির চিত্রনাট্যও বদলে যাচ্ছে বলে জানা যাচ্ছে।