বাংলা নিউজ > বায়োস্কোপ > Jisshu-Rohit: এবার রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে যিশু? গুঞ্জন উসকে দিল অভিনেতার পোস্ট, ব্যাপারটা কী?
বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। নববর্ষেই অভিনেতা-বন্ধু সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। নাম রেখেছেন, ‘হোয়ই সো সিরিয়াস🦋 ফিল্মস’ (Why So Serious Films)। যে সংস্থার সঙ্গে জুড়ে রয়েছেন খোদ মহেশ ভাট-এর মতো ব্যক্তিত্বও। আর এবার রোহিত শেট্টি পিকচার্স ব্যানারের সঙ্গেও জুড়ে গেল যিশুর নাম।
ঠিক কী ঘটেছে?
যিশু সেনগুপ্তর সোশ্যাল মিডয়ায় একটা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রোহিত শেট্টির ব্য়ানারে রয়েছে তাঁর নাম। সঙ্গে লেখা 'All The Best Boss' (অল দ্যা বেস্ট বস)। যিশুর এই পোস্টের পরই নেটদুনিয়ায় চর্চার কারণ হয়ে উঠেছেন তিনি। নেটিজেনদের অনেকেই মনে ꧑করছেন, রোহিত শেট্টির থ্রিলারে দেখা যেতে চলেছে তাঁকে। তবে এবিষয়ে এর থেকে বেশিকিছু খোলসা করেননি যিশু সেনগুপ্ত, কিংবা রোহিত শেট্টিও এটা নিয়ে কোনও মন্তব্য করেননি।